রাতের কলকাতায় লেন বদলে লরিতে ধাক্কা; রক্তে ভাসল গাড়ি, ছটফটিয়ে শেষ দুই যুবক

Feb 09, 2021 | 11:32 AM

চালক নিয়ন্ত্রণ হারানোর জেরে এই ঘটনা নাকি মদ্যপ ছিলেন, সবদিক খোলা রেখেই তদন্ত চালাচ্ছে পশ্চিম বন্দর থানার পুলিশ।

রাতের কলকাতায় লেন বদলে লরিতে ধাক্কা; রক্তে ভাসল গাড়ি, ছটফটিয়ে শেষ দুই যুবক
প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: রাতের কলকাতায় ভয়াবহ পথদুর্ঘটনা। প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর জখম আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। কীভাবে এই ঘটনা ঘটল তদন্তে নেমেছে পশ্চিম বন্দর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের। সেখানে দেখা গিয়েছে, ওই পাঁচজন যে গাড়িতে ছিলেন তা লেন বদলে লরির মুখোমুখি ধাক্কা মারে।

সোমবার রাত দেড়টা নাগাদ পশ্চিম বন্দর এলাকার ধোবিয়াতলায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, একটি প্রাইভেট গাড়িতে চেপে পাঁচ বন্ধু সাড়ে ১২টা নাগাদ বের হন। ধোবিয়াতলার কাছে তাঁদের গাড়ি লেন বদল করার পরই ঘটে দুর্ঘটনা। সামনে থেকে আসা একটি লরিতে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। তার ভিতর ছিলেন অজয় গিরি, অভিষেক গুপ্তা, রুদ্রপ্রতাপ সিং, রবি রাম, সুমিত সাউ। পাঁচ বন্ধুই মেটিয়াবুরুজের লিচুবাগানের বাসিন্দা।

আরও পড়ুন: দেবভূমিতে প্রলয়, এখনও অবধি ২৬ জনের দেহ উদ্ধার, নিখোঁজ ১৮০

গাড়ির সামনে বসেছিলেন অজয় ও অভিষেক। বাকিরা ছিলেন পিছনের সিটে। দুর্ঘটনায় একেবারে দুমড়ে যায় গাড়ির সামনের অংশ। রক্তাক্ত পাঁচজনকে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে ২৩ বছরের অজয় ও ২৪ বছরের অভিষেককে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের মধ্যে একজনের জখম গুরুতর। তাঁরা এসএসকেএমে চিকিৎসাধীন।

লরির চালক ও গাড়িটিকে আটক করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। চালক নিয়ন্ত্রণ হারানোর জেরে এই ঘটনা নাকি মদ্যপ ছিলেন, সবদিক খোলা রেখেই তদন্ত চলছে। আহতদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

Next Article