Road Accident: সাতসকালে রেষারেষি করতে গিয়ে নিউটাউনে ঝরল রক্ত, একসঙ্গে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি

Ranjit Dhar | Edited By: জয়দীপ দাস

Jun 11, 2023 | 7:58 AM

Road Accident: সূত্রের খবর, এদিন সকালে নিউটাউন প্যাঁচার মোড়ে সিগনালে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে অন্য একটি চারচাকা। এদিকে সেটির পিছনে ছিল আরও একটি গাড়ি।

Road Accident: সাতসকালে রেষারেষি করতে গিয়ে নিউটাউনে ঝরল রক্ত, একসঙ্গে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি
সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা নিউটাউনে

Follow Us

কলকাতা: সাতসকালে রেষারেষি করতে গিয়ে নিউটাউন পেঁচার মোড়ে বড়সড় দুর্ঘটনার (Road accident in Kolkata) কবলে বেশ কয়েকটি গাড়ি। ঝরল রক্ত। গুরুতর আহত এক বাইক আরোহী-সহ ৩ জন। আটক করা হয়েছে ৪ জনকে। আহত বাইক আরোহীকে চিনারপার্কের কাছে এটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে ইকোপার্ক ও নিউটাউন ট্রাফিক পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। 

সূত্রের খবর, এদিন সকালে নিউটাউন প্যাঁচার মোড়ে সিগনালে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে অন্য একটি চারচাকা। এদিকে সেটির পিছনে ছিল আরও একটি গাড়ি। সেটিও এসে সজোরে ধাক্কা মারে। ওই জায়গাতে ছিল একটি বাইকও। সেটিও দুর্ঘটনার কবলে পড়ে যায় বলে খবর। তাতেই আহত হয়েছেন এক বাইক আরোহী। ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, “সিগন্যালটা তখন বন্ধ ছিল। আমি সিগন্যালেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলাম। একটা লাল চারচাকা আচমকা ছুটে এসে ওই বাইকওয়ালাটাকে মারল, তারপর আমার গাড়িটাকে মারল। আমার পায়ে লেগেছে।” 

পথচারীরা জানাচ্ছেন, নিউটাউন বিশ্ব বাংলা গেটের দিক থেকে চিনারপার্কের দিকে যেতে একটি পণ্যবাহী গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে ছিল। সেই সময় দুটি চার চাকা গাড়ি নিজেদের মধ্যে রেষারেষি করে নিয়ন্ত্রণ হারায়। প্রথমে একটি বাইক আরোহীকে ধাক্কা মারে। এরপর পরপর তিনটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। সব মিলিয়ে ছটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সাতসকালে মাঝরাস্তায় এই কাণ্ড দেখে হতবাক হয়ে যান পথচারীরাও। খবর পাওয়া মাত্রই ছুটে আসে পুলিশ। তৎক্ষণাৎ আহত বাইক আরোহীকে উদ্ধার করে স্থানীয় চিনারপার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এই দুর্ঘটনার জেরে  নিউটাউন বিশ্ব বাংলা সরনির চিনারপার্ক যাওয়ার রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

Next Article