কলকাতা: শনিবার দায়ের হয়েছিল মামলা। তারপর থেকে বাড়ছিল চাপান-উতর। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Trinamool MP Abhisekh Banerjee) বিরুদ্ধে ‘কুরুচিকর মন্তব্য’ করার অভিযোগে অবশেষে গোয়া (Goa) থেকে গ্রেফতার ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Roy)। যা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী তাঁর মুক্তির দাবিতেও সরব হয়েছেন নেটিজেন মহলের একটা বড় অংশ। মাঠে নেমেছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (APDR)। তাঁদের দাবি রোদ্দুর রায়ের গ্রেফতারি আদপে মত প্রকাশের অধিকারের উপর আক্রমণ। এমনকী ‘কবি ও ইউটিউবার রোদ্দুর রায়ের নিঃশর্ত মুক্তি চাই’ নামেও প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এপিডিআরের তরফে লেখা হয়েছে, “সুপরিচিত কবি ও ইউটিউব শিল্পী রোদ্দুর রায়ের গ্রেফতারকে শিল্পীর স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের উপর আক্রমণ বলে মনে করি। আমরা কলকাতা পুলিশ কর্তৃক রোদ্দুর রায়ের গ্রেফতারিকে দ্ব্যর্থহীন ভাবে নিন্দা জানাচ্ছি। রোদ্দুর রায়ের মত প্রকাশের ভাষা নিয়ে কারও আপত্তি থাকতেই পারে। সেজন্য কেউ তাঁকে উপযুক্ত ফোরামে সমালোচনাও করতে পারেন। কিন্তু পুলিশ দিয়ে, জেলে ভরে কারও কন্ঠ রূদ্ধ করা বা তাঁর ভাষা বা প্রকাশ ভঙ্গি বদলানোর এই রাষ্ট্রীয় চেষ্টা মোটেই গ্রহণযোগ্য নয়। যাঁরা তাঁকে গ্রহণযোগ্য মনে করছেন না তাঁদের বিকল্প ভাষা বা শৈলী দিয়ে তাঁকে মোকাবিলা করার চেষ্টা করা উচিত। পুলিশের কাছে নালিশ করে, জেলে পাঠিয়ে কবি-শিল্পীকে বা শিল্পের কোন ধারাকে আটকানোর চেষ্টা ফ্যাসিবাদী পথ, যা মোটেই গ্রহণযোগ্য নয়। রোদ্দুর রায়ের গ্রেপ্তার সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ। অবিলম্বে রোদ্দুর রায়কে মুক্তি দেওয়া হোক”।
প্রসঙ্গত, একাধিক আর্থ-সামাজিক-রাজনৈতিক ইস্যু নিয়ে প্রায়শই ফেসবুক বা ইউটিউবে এসে লাইভ করতে দেখা যায় রোদ্দুর রায়কে। সম্প্রতি, কেকে মৃত্যু ও রূপঙ্ক বাগচীর বিতর্কিত মন্তব্য নিয়েও লাইভ করতে দেখা যায় তাঁকে। সেখানে তিনি রূপঙ্কর বাগচীর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে রোদ্দুর রায়ের বিরুদ্ধে। তারপরেই গত ৩ জুন রোদ্দুরের বিরুদ্ধে চিৎপুর থানায় এফআইআর করেন তৃণমূল নেতা ঋজু দত্ত। রোদ্দুরের কড়া শাস্তিরও দাবি জানান তিনি। তবে, এর আগেও নানা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে রোদ্দুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। তবে, গ্রেফতার হননি। কিন্তু, এবার গ্রেফতার হওয়াতেই তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। তবে, রোদ্দুরের চাঁচাছোলা ভাষায় আক্রমণ আবার পছন্দ করেনে সোশ্যাল পাড়ার অনেকেই। তাঁর শুভানুধ্যায়ীদের সংখ্যাও নেহাত কম নয়। এমতাবস্থায়, গ্রেফতারির পর তাঁরাও রোদ্দুরের মুক্তির দাবিতে সরব হয়েছেন।