কলকাতা: ১০ দিনের সফরে বাংলায় আসার কথা ছিল তাঁর। কিন্তু, বাংলা সফরের সূচি কাটছাঁট করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। আগামী ১১ ফেব্রুয়ারি তিন থেকে চারদিনের জন্য পশ্চিমবঙ্গে আসছেন। তবে এই তিন-চারদিন ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। কলকাতার পাশাপাশি বর্ধমানেও কর্মসূচিতে অংশ নেবেন।
প্রথমে জানা গিয়েছিল, দশ দিনের সফরে আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্যে পা রাখবেন মোহন ভাগবত। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় থাকার কথা ছিল। তারপর বর্ধমান যাওয়ার কথা ছিল তাঁর।
এখন স্থির হয়েছে তিন বা চারদিনের সফর করবেন সরসঙ্ঘচালক। ১১ ফেব্রুয়ারি রাজ্যে আসবেন তিনি। ১২ তারিখ বর্ধমান যাওয়ার কথা। সেখানে প্রকাশ্য সমাবেশে যোগ দেবেন। আবার ওই দিন রাতেই কলকাতা ফিরে আসবেন।
১৩ তারিখ বিশিষ্টজনদের সঙ্গে দেখা করার কথা মোহন ভাগবতের। সংগঠনের নেতৃত্বের সঙ্গেও বৈঠক করার কথা তাঁর।
বর্ধমান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সাংগঠনিকভাবে মধ্যবঙ্গ। সেই মধ্যবঙ্গের ৮টি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোহন ভাগবতের। সেইসব বৈঠকে আরএসএস প্রধান কী বার্তা দেবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আবার আরজি কর কাণ্ডের কড়া নিন্দা করে সরব হয়েছিলেন তিনি। এবার বাংলা সফরে সেই প্রসঙ্গে তিনি ফের কোনও বার্তা দেন কি না, সেটা দেখার। পশ্চিমবঙ্গে এসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মোহন ভাগবত কোনও কড়া বার্তা দেবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।