Mohan Bhagwat: আরএসএসকে আরও মজবুত করতে ৩ দিনের বঙ্গ সফরে আসছেন ভাগবত

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 05, 2021 | 8:34 PM

RSS West Bengal: আরএসএস সূত্রে খবর, বাংলায় সংঘের ছয়টি কার্য বিভাগের নেতা ও কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন ভাগবত।

Mohan Bhagwat: আরএসএসকে আরও মজবুত করতে ৩ দিনের বঙ্গ সফরে আসছেন ভাগবত
মোহন ভাগবত (ফাইল ছবি)

Follow Us

কলকাতা : রাজ্যে আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত (RSS Chief Mohan Bhagwat)। আগামী মাসেই কলকাতায় আসছেন তিনি। সূত্রের খবর, ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত রাজ্যে থাকবেন তিনি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর এই প্রথম রাজ্যে আসছেন মোহন ভাগবত। আরএসএসের কার্য বিভাগের পশ্চিমবঙ্গ শাখার কাজের খতিয়ান সরেজমিনে দেখতেই কলকাতায় আসছেন তিনি।

আরএসএস সূত্রে খবর, বাংলায় সংঘের ছয়টি কার্য বিভাগের নেতা ও কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন ভাগবত। কোনও বিভাগের কেমন কাজ চলছে, কোথায় কী পরিবর্তন আনা দরকার, সেই সব নিয়েই আলোচনা হবে বৈঠকে। এই ছয়টি বিভাগের মধ্যে রয়েছে সম্পর্ক বিভাগ (Communication Cell), শারীরিক বিভাগ (Physical Activities Cell), বৌদ্ধিক বিভাগ, (Intellectual Cell), প্রচার বিভাগ (Publicity Cell), সেবা বিভাগ (Service Cell) এবং ব্যবস্থা বিভাগ (Arrangement Cell)।

বঙ্গ ভোটে বিজেপির পরাজয়ের পর এই প্রথমবার রাজ্যে আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত। স্বাভাবিকভাবেই তাঁর এই সফর সূচিকে ঘিরে একাধিক জল্পনা ছড়িয়েছে রাজ্যের রাজনীতির অন্দরমহলে।

তাঁর সফরকালে, ভাগবত উত্তর কলকাতার মানিকতলায় অভেদানন্দ রোডে অবস্থিত আরএসএসের আঞ্চলিক সদর দফতর কেশব ভবনে থাকবেন বলে খবর। সূত্র মারফত জানা গিয়েছে যে মোহন ভাগবত ‘সংগঠন প্রমুখ’ (আরএসএসের অধীনস্ত বিভিন্ন শাখা সংগঠনের প্রধান) -এর সঙ্গে দেখা করবেন। এর পাশাপাশি রাজ্যের তরুণ প্রতিভা, সমাজকর্মী, বিজ্ঞানী এবং বিভিন্ন গুণীদের সঙ্গে প্রধানত গ্রাম বাংলায় দীর্ঘমেয়াদি উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন মোহন ভাগবত।

ওই সূত্র আরও জানিয়েছে, সংঘ প্রধান শিক্ষা, স্বনির্ভরতা, কৃষি, স্বাস্থ্য এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজেও বিশেষ উৎসাহ প্রকাশ করেছেন।

আরএসএস প্রধান ২০২৫ সালের মধ্যে বাংলার প্রতিটি ব্লকে কমপক্ষে একটি শাখা যাতে আরও শক্তিশালী হয়ে ওঠে, তার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। উল্লেখ্য, ২০২৫ সালেই আরএসএস শতবর্ষ পূরণ করবে।

বাংলায় ব্লক স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে উঠে পড়ে লেগেছেন মোহন ভাগবত। ২০১৯ সালের অগাস্ট মাস থেকে শুরু করে এটি ভাগবতের ষষ্ঠ বঙ্গ সফর হতে চলেছে। তাঁর অতীত সফরের সময়, সংঘ প্রধান আরএসএস কর্মীদের মুসলিম সম্প্রদায় এবং সংখ্যালঘুরা, যাঁরা জাতীয়তাবাদের উপর দৃঢ় বিশ্বাস রাখেন, তাঁদের সঙ্গে সংযোগ স্থাপন করতে বলেছিলেন।

উল্লেখ্য মাসখানেক আগে অসমে গিয়ে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিতর্ক উস্কে দিয়েছিলেন। আসএসএস প্রধান মোহন ভাগবত  অসমে গিয়ে সিএএ (CAA) ও এনআরসি (NRC) নিয়ে মুখ খুলেছিলেন। অসম সফরে গিয়ে তিনি বিতর্কিত ইস্যু নিয়ে বলতে শোনা গিয়েছিল, “সিএএ-এনআরসি দেশের কোনও মুসলিমদের ক্ষতি করবে না।”

আরও পড়ুন : ‘কোনও মুসলিমদের ক্ষতি হবে না’, অসম সফরে গিয়েও সিএএ-এনআরসির পক্ষেই সওয়াল ভাগবতের

Next Article