Corona Update: বেলেঘাটা আইডি-তে বিদেশিনীর RT-PCR রিপোর্ট ‘পজিটিভ’

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 27, 2022 | 5:41 PM

বিমানবন্দর থেকে একটি হোটেলে গিয়ে উঠেছিলেন তিনি। বিমানবন্দরে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ হ‌ওয়ার খবর সেখানে পৌঁছে দেওয়া হয় তাঁকে।

Corona Update: বেলেঘাটা আইডি-তে বিদেশিনীর RT-PCR রিপোর্ট পজিটিভ

Follow Us

কলকাতা : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যখন করোনা (Coronavirus) নিয়ে দফায় দফায় বৈঠকে বলছে, তখন আতঙ্কের মেঘ দেখা দিয়েছে শহর কলকাতাতেও। আন্তর্জাতিক বিমানবন্দরে কোভিড বিধি চালু হওয়ার পরই কলকাতায় আগত এক বিদেশিনীর শরীরে ধরা পড়ল করোনা। বিমানবন্দরে করোনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ার পর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোমবার। হাসপাতালে তাঁর আরটি পিসিআর পরীক্ষা হয়। মঙ্গলবার সেই পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসায় সংক্রমণের বিষয়ে আরও নিশ্চিত হলেন চিকিৎসকেরা। ফের তাঁর নমুনা নাইসেডে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। তবে জেনোম সিকোয়েন্সিং করা হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

কিলবানে কিরাতি মেরি নামে ওই মহিলা রবিবার গভীর রাতে কুয়ালালামপুর থেকে কলকাতায় এসে পৌঁছন। এয়ার এশিয়ার AK-63 বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয় তাঁর। কলকাতা হয়ে বুদ্ধগয়া যাওয়ার কথা ছিল তাঁরষ  র‌ওনা হন। বিমানবন্দর থেকে একটি হোটেলে গিয়ে উঠেছিলেন তিনি। বিমানবন্দরে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ হ‌ওয়ার খবর সেখানে পৌঁছে দেওয়া হয় তাঁকে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানেই আলাদাভাবে রাখা হয়েছে তাঁকে।

নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ থাকলেও যেহেতু প্রোটোকলে থাকা কোন‌ও দেশ থেকে ওই মহিলা আসেননি। তাই জিনোম সিকোয়েন্সিং করা হবে কি না, সেই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য দফতর।

এদিক, রবিবার রাতে বিদেশ থেকে কলকাতা বিমানবন্দরে আসা আরও এক ব্যক্তির করোনা পজিটিভ হওয়ার খবর মিলেছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, দ্বিতীয় ওই ব্যক্তি মাঝবয়সী পুরুষ। ব্যাংকক থেকে ২৫ ডিসেম্বর মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে এসেছেন তিনি। কলকাতা থেকে তিনি দ্বারভাঙায় চলে গিয়েছেন। বিহার সরকারকে সেই তথ্য স্বাস্থ্য ভবনের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা।

বিদেশিনী আইডি কর্তৃপক্ষকে জানিয়েছেন, অস্ট্রেলিয়া থেকে বুদ্ধগয়ার উদ্দেশে র‌ওনা হ‌ওয়ার আগে তিনি কোভিড পজিটিভ হয়েছিলেন। পাঁচ দিনের আইসোলেশন পর্ব কাটিয়ে তিনি বুদ্ধগয়ার উদ্দেশে রওনা হন। বিদেশিনী ঠিক বলছেন কি না তা যাচাইয়ে অস্ট্রেলিয়াযর কোভিড পজিটিভ রিপোর্ট ওই বিদেশিনীকে সেই দেশ থেকে আনানোর জন্য বলেছে স্বাস্থ্য ভবন। ওই রিপোর্ট দেখার পর‌ই তরুণীকে কবে ছাড়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Next Article