জন্মদিনেই দিলেন বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করার কথা! কোন পথে রুদ্রনীল?

সুমন মহাপাত্র |

Jan 07, 2021 | 12:50 AM

ক্রমাগত ভাঙছে তৃণমূল। সুর চড়িয়েছেন একাধিক নেতৃত্ব। সেখানে রুদ্রনীলের সঙ্গে শঙ্কুদেবের সাক্ষাতের পর জল্পনা যে আরও গভীর হল, তা কার্যত পরিষ্কার।

জন্মদিনেই দিলেন বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করার কথা! কোন পথে রুদ্রনীল?
ছবি- ফেসবুক

Follow Us

কলকাতা: সংযোগ থাকলেও রাজনীতিতে ক্রমশ নিস্ক্রিয় হয়ে পড়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। তৃণমূলের সঙ্গে মতবিরোধও দেখা দিয়েছিল। এমন অবস্থায় জন্মদিনেই তাঁর সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। যার পর রুদ্রনীল ঘোষের পদ্মশিবিরে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে।

শুভেন্দু রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ই বিগত বেশ কয়েক দিন ধরে ‘বেসুরো।’ বুধবার জন্মদিনের রাতেই রুদ্রনীলের কাছে প্রস্তাব এসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করার। সেই প্রস্তাবে সায় দিয়েছেন রুদ্রনীল, এমনই খবর এসেছে সূত্র মারফত। তবে অভিনেতা এখনও কিছু জানানি।

আরও পড়ুন: ‘শুভেন্দু এফেক্ট’? বাছাই নেতাদের জেলার দায়িত্ব দিলেন মমতা

সম্প্রতি একাধিকবার সামাজিক বার্তা দিয়ে সকলের মন জয় করেছেন রুদ্রনীল ঘোষ। তাঁর ‘সাতে পাঁচে’ না থাকার বার্তাতেই তিনি বুঝিয়েছেন সাতে পাঁচে থাকার প্রয়োজনীয়তা। ক্রমাগত ভাঙছে তৃণমূল। সুর চড়িয়েছেন একাধিক নেতৃত্ব। সেখানে রুদ্রনীলের সঙ্গে শঙ্কুদেবের সাক্ষাতের পর জল্পনা যে আরও গভীর হল, তা কার্যত পরিষ্কার।

Next Article