কলকাতা: গভীর সঙ্কটজনক সাধন পাণ্ডে (Sadhan Pande)। ফুসফুসে সংক্রমণ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি। আগামিকাল, সোমবার এমআরআই করা হবে মন্ত্রীর। এদিকে সাধন পাণ্ডের আরোগ্য কামনায় পুজোও করছেন অনুগামীরা। বাবার সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়ায় আর্জি জানিয়েছেন শ্রেয়া পাণ্ডে (Shreya Pande)। পাশাপাশি ভিত্তিহীন প্রচার থেকে সকলে যেন বিরত থাকেন, তার আর্জিও জানিয়েছেন।
শ্রেয়া পাণ্ডের আবেদন, “কিছু সোশ্যাল মিডিয়া তে আমার বাবার সম্পর্কে ভিত্তিহীন ভুল খবর ছড়িয়েছে। এটি আমার পরিবারকে, আমার বাবার অনুগামীদের বেদনাহত করেছে এবং আমি এই বিষয়ে সারাক্ষন ফোন পেয়েই যাচ্ছি। দয়া করে এ জাতীয় জিনিস রটনা থেকে বিরত থাকুন। এটি সংবেদনশীল সময় এবং আমরা জানি যে আপনারা চিন্তিত, তাঁর শীঘ্রই সুস্থ হয়ে ওঠার জন্য আমাদের কেবল আপনাদের প্রার্থনা দরকার। আমার বাবা একজন যোদ্ধা এবং তিনি এবারও আমাদের সকলের জন্য সুস্থ হয়ে উঠবেন । প্রার্থনার শক্তি অসীম তার জন্য আপনারা সেই প্রার্থনায়ই করুন।”
রবিবার সকালে শ্রেয়া পাণ্ডে জানিয়েছেন, তাঁর বাবাকে ৩০ শতাংশ অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে। তবে গুজবে কান না দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। এদিকে, সাধন পাণ্ডের আরোগ্য কামনায় পুজোর আয়োজন করা হয়। করা হয় যজ্ঞ। পুজো দেন শ্রেয়া পাণ্ডেও।
সূত্রের খবর, সাধন পাণ্ডের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। ফুসফুসের সংক্রমণ রয়েছে। হৃদস্পন্দনও অনিয়মিত। একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন। তবে ইতিমধ্যেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ভুয়ো খবর ছড়িয়েছে।
শনিবার রাত থেকেই সামাজিক মাধ্যমে সাধন পাণ্ডের শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব রটে। রবিবার বিবৃতি দিয়ে সাধন কন্যা স্পষ্ট করেন, তাঁর বাবার শারীরিক অবস্থা বর্তমানে কেমন? আর গুজব যাতে না রটানো হয়, তার আবেদনও জানান মেয়ে শ্রেয়া পাণ্ডে। আরও পড়ুন: বাইকের হ্যান্ডেলে ঝুলছিল একটা চটের ব্যাগ! তাতেই লুকিয়ে ২৫ কোটি টাকার ‘সম্পত্তি’