বাইকের হ্যান্ডেলে ঝুলছিল একটা চটের ব্যাগ! তাতেই লুকিয়ে ২৫ কোটি টাকার ‘সম্পত্তি’

Kolkata Drugs: তদন্তে জানা গিয়েছে, তাপস দুর্গাপুর-আসানসোল রেঞ্জের মাদক পাচারকারী। দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিলেন এই যুবক।

বাইকের হ্যান্ডেলে ঝুলছিল একটা চটের ব্যাগ! তাতেই লুকিয়ে ২৫ কোটি টাকার 'সম্পত্তি'
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2021 | 12:13 PM

কলকাতা: ২৫ কোটির মাদক উদ্ধার করল এসটিএফ। বীরভূমের দুবরাজপুর থেকে গ্রেফতার কুখ্যাত মাদক পাচারকারী। কোথায় পাচার করা হচ্ছিল মাদক, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতের নাম তাপস রায়।

তদন্তে জানা গিয়েছে, তাপস দুর্গাপুর-আসানসোল রেঞ্জের মাদক পাচারকারী। দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিলেন এই যুবক। বাইকে কলকাতায় এসেছিলেন তাপস। ই এম বাইপাস লাগোয়া এলাকা দিয়ে ফিরছিলেন তাপস। সে সময় তাঁকে গ্রেফতার করে এসটিএফ।

তাঁর বাইকে বাঁধা ছিল একটি বস্তা। সেখান থেকে উদ্ধার হয় ৫ কেজি ১৫৭ গ্রাম মাদক। বাজার মূল্য ২৫ কোটি টাকা। কিন্তু বাইকে এত মাদক পাচারের ঘটনা, শহরের বুকে এই প্রথম। তদন্তকারীরা বলছেন, বহু মূল্যের মাদক সাধারণত পাচারকারিরা গাড়িতে বা লুকিয়ে পাচার হত। কিন্তু দুর্গাপুর থেকে কলকাতায় বাইকে এসে মাদক পাচারের ঘটনা ভাবাচ্ছে তদন্তকারীদের।

গোয়েন্দাদের কাছে তাপসের খবর আগে থেকেই ছিল। তবে তদন্তকারীরা মনে করছেন, পাচারকারীরা তাদের কাজের ধরন বদলেছে। যাতে পুলিশ কোনওভাবে সন্দেহ না করে, তাই একটা অফিস কিংবা সাইড ব্যাগে মাদক ভরে একদম সাধারণ ভাবেই পাচার করার ছক কষছে পাচারকারীরা।

তদন্তকারীরা খতিয়ে দেখছে এত টাকার মাদক কলকাতায় কোথায় পাচার করা হচ্ছিল? নির্দিষ্ট কারোর কাছে দিতে আসছিলেন তাপস? এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত? লকডাউনে মাদকের পাচার রমরমিয়ে চলছিল। এত টাকার মাদক উদ্ধার সাফল্য বলেই মনে করছে পুলিশ। আরও পড়ুন: ‘ফ্লাইটে বোমা রয়েছে…’ মিলিটারি-সতর্কতায় রবির সকালে ভয়ঙ্কর কাণ্ড কলকাতা বিমানবন্দরে

COVID third Wave