Video : ‘মন মাতাল সাজ সকাল…’, গান ধরলেন তাপস রায়

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 15, 2022 | 8:11 PM

Tapas Roy: প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে অন্য মেজাজে দেখতে পাওয়া গেল তৃণমূল বিধায়ক তাপস রায়কে। তাঁর গলায় শোনা গেল সলিল চৌধুরীর গান।

Follow Us

কলকাতা: বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট (Panchayet Vote)। এদিকে তাঁর আগে একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ বাংলার শাসকদলের নেতা-মন্ত্রীরা। যা নিয়ে সরগরম বাংলার রাজ্য-রাজনীতি। ঘাসফুল শিবিরের নেতাদের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের (BJP Leaders)। চলছে আক্রমণ-পাল্টা আক্রমণের পালা। এরইমধ্যে এবার প্রেস ক্লাবের (Press Club) একটি অনুষ্ঠানে অন্য মেজাজে দেখতে পাওয়া গেল তৃণমূল বিধায়ক তাপস রায়কে (TMC MLA Tapas Roy)। তাঁর গলায় শোনা গেল সলিল চৌধুরীর গান। পাশে তখন বসে তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর মুখেও আবার শোনা গেল জয় গোস্বামীর কবিতা।

কলকাতা: বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট (Panchayet Vote)। এদিকে তাঁর আগে একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ বাংলার শাসকদলের নেতা-মন্ত্রীরা। যা নিয়ে সরগরম বাংলার রাজ্য-রাজনীতি। ঘাসফুল শিবিরের নেতাদের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের (BJP Leaders)। চলছে আক্রমণ-পাল্টা আক্রমণের পালা। এরইমধ্যে এবার প্রেস ক্লাবের (Press Club) একটি অনুষ্ঠানে অন্য মেজাজে দেখতে পাওয়া গেল তৃণমূল বিধায়ক তাপস রায়কে (TMC MLA Tapas Roy)। তাঁর গলায় শোনা গেল সলিল চৌধুরীর গান। পাশে তখন বসে তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর মুখেও আবার শোনা গেল জয় গোস্বামীর কবিতা।

Next Article