AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salt Lake Accident: ছেলে বাড়ি ফেরে না, তাই খোঁজ করতে এসেছিলেন অফিসে, সল্টলেকের কলেজ মোড়ে মর্মান্তিক ঘটনা

Salt Lake Accident: সেক্টর ফাইভের কলেজ মোড়ের সামনে বামদিকে মোড় নেওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বৃদ্ধাকে ধাক্কা মারে। আরতী সে সময়ে রাস্তা পার হওয়ার জন্য সাইডে দাঁড়িয়েছিলেন। পাশেই দাঁড়িয়েছিলেন তাঁর স্বামী।  আশঙ্কাজনক অবস্থায় বিধান নগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Salt Lake Accident: ছেলে বাড়ি ফেরে না, তাই খোঁজ করতে এসেছিলেন অফিসে, সল্টলেকের কলেজ মোড়ে মর্মান্তিক ঘটনা
কলেজ মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 26, 2025 | 12:14 PM
Share

কলকাতা: ছেলে কলেজ মোড়ে কাজ করতেন। কিন্তু মাস দুয়েক ধরে তিনি বাড়ি ফিরছিলেন না। তাই বৃদ্ধ দম্পতি তথ্য প্রযুক্তি কেন্দ্রে এসেছিলেন ছেলের খোঁজে।পথেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের। বাসের চাকায় পিষ্ট হয়ে যায় দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আরতী দাস। অফিস টাইমে কলেজ মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ২১৫ নম্বর রুটের একটি বাস হাওড়া থেকে মহিষবাথানের দিকে যাচ্ছিল। সে সময়ে সেক্টর ফাইভের কলেজ মোড়ের সামনে বামদিকে মোড় নেওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বৃদ্ধাকে ধাক্কা মারে। আরতী সে সময়ে রাস্তা পার হওয়ার জন্য সাইডে দাঁড়িয়েছিলেন। পাশেই দাঁড়িয়েছিলেন তাঁর স্বামী।  আশঙ্কাজনক অবস্থায় বিধান নগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘাতক বাসটি চালকসহ আটক করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে জানতে পারে, প্রায় দুমাস ধরে বৃদ্ধ দম্পতির ছেলে বাড়িতে ফিরছিলেন না। তাঁদের ছেলে কলেজ মোড়েই তথ্য প্রযুক্তি কেন্দ্রে কর্মরত। তাই ছেলের অফিসেই এসেছিলেন খোঁজ নিতে। কিন্তু ঠিক কোন জায়গায় অফিস, তা খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। তাই কিছুটা বিধ্বস্ত ছিলেন বৃদ্ধ দম্পতি। রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সিগন্যাল খোলা ছিল। সে সময়েই বাসটি বাম দিকে মোড় ঘোরে। বাসটি স্ট্যান্ডে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাসের গতিবেগও ছিল বেশি। তাই মহিলা সামনে পড়ে গেলেও  গতি নিয়ন্ত্রণে আনতে পারেননি চালক। বাসের নীচে পড়ে যান আরতি। চাকায় পিষ্ট হয়ে যায় শরীর।