Salt Lake: বাইকে এসে ছিনিয়ে নিয়েই চম্পট, সল্টলেকে ফের প্রশ্নের মুখে নিরাপত্তা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 17, 2022 | 4:02 PM

Salt Lake: ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।

Salt Lake: বাইকে এসে ছিনিয়ে নিয়েই চম্পট, সল্টলেকে ফের প্রশ্নের মুখে নিরাপত্তা
ছিনতাইয়ের অভিযোগ (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা:  দিনে দুপুরে ফের সল্টলেকে ছিনতাই। বাইকে করে এসে ব্যাগ ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। অভিযোগ দায়ের বিধান নগর পূর্ব থানায়। তদন্তে নেমেছেন বিধান নগর গোয়েন্দা শাখার আধিকারিকরা। এ যেন বজ্র আঁটুনিতে ফস্কা গেরো! ঘটনার সূত্রপাত, শুক্রবার বিকেলে স্মৃতি চক্রবর্তী  নামে বছর বাহাত্তরের বৃদ্ধা  সল্টলেকে এইচ ব্লকের নিকট আত্মীয়র বাড়িতে ঘুরতে আসেন। বেলা তিনটে নাগাদ, ঠিক বিকেল চারটে থেকে সাড়ে চারটে নাগাদ বৃদ্ধা স্মৃতি চক্রবর্তী এবং তাঁর আত্মীয় আবিরা চক্রবর্তী দু’জনে বিধাননগর মেলা ঘুরতে যাবেন বলে বাড়ি থেকে বের হন।

জানা গিয়েছে, এ এইচ ব্লকের কিছুটা দূরেই পেছন থেকে বাইকে চেপে আসা এক দুষ্কৃতী বৃদ্ধার কাঁধে ঝোলানো ব্যাগ ছিনিয়ে চম্পট দেয়। ব্যাগের মধ্যে গুরুত্বপূর্ণ নথি ব্যাঙ্কের পাসবুক, আধার কার্ড, মোবাইল ফোন, ফ্ল্যাটের চাবি-সহ বেশ কিছু নগদ টাকা ছিল। আতঙ্ক ছড়িয়েছে গোটা ব্লক জুড়ে।  কারণ এই ব্লকেই পরপর বাড়িতে ডাকাতির ঘটনাও ঘটেছিল।

এই ছিনতাইয়ের ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিগত দিনে ডাকাতির পর গোটা ব্লক জুড়ে সিসিটিভি লাগানো হলেও, কোনওরকমে কমছে না অপরাধমূলক কাজ। চুরি -ছিনতাই হয়েই চলেছে সারা সল্টলেক জুড়ে। ইতিমধ্যেই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে বিধান নগর পূর্ব থানা। সেই ঘটনা তদন্তে নেমেছে পূর্ব থানার পুলিশ। পাশাপাশি বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশও বিষয়টি দেখছে। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিতকরণের চেষ্টা চলছে।

Next Article