কলকাতা: বিয়ে হয়েছে পনেরো বছর। কিন্তু ইদানীং সম্পর্কের অবনতি। বিয়ের পনেরো বছর অন্য এক মহিলার প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন স্ত্রী। সে কথা গৃহবধূ তাঁর বাপের বাড়ির সদস্য়দেরও জানিয়েছিলেন। এরইমধ্যে আচমকাই বাড়িতে ফোন। একসঙ্গে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছেন মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কিছুদিন। তারপর মৃত্যু। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার ব্যবসায়ী। সল্টলেকের ব্যবসায়ী অনুপম দত্তকে গ্রেফতার করল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ১৪ নভেম্বর নবমিতা চন্দ্রের বাপেরবাড়ির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করে জানানো হয়। ২০০৭ সালে নবমিতার সঙ্গে অনুপম দত্ত নামের এক ব্যবসায়ীর বিবাহ হয়। তবে ইদানিং তাদের দু’জনের দাম্পত্যে কলহের সৃষ্টি হয়। অনুপম বিবাহ বহির্ভূত কোনও সম্পর্কে জড়িয়ে পড়েন।
নবমিতার পরিবারের দাবি, এরপরই ১৩ নভেম্বর তাঁরা জানতে পারেন, অনুপমের স্ত্রী বেশ কিছু ঘুমের ওষুধ খেয়ে নিয়েছেন। তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই পরিবারের পক্ষ থেকে খুনের মামলা রুজু করা হয়। সেই পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী অনুপম দত্তকে গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। কী কারণে মৃত্যু, তা তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।