কলকাতা: সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন নিয়ে দায়ের হল জনস্বার্থ মামলা। অসম, বিহার, কেরল-সহ বহু রাজ্যের উদাহরণ টানা হয়। এমন পরিস্থিতিতে রাজ্যকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মামলাকারীর বক্তব্য, সেই মর্মেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনর্বাসন দিক রাজ্য। আবেদন মামলাকারী আইনজীবীর। পাশাপাশি তাঁর আরও আবেদন, সঠিক নিয়মে বাঁধ দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিক আদালত। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।
ফি বছরেই সামসেরগঞ্জে নদী পাড়ের বাসিন্দাদের আতঙ্ক থাকে। চলতি বছরেই বোগদাদনগর পঞ্চায়েতের সাতঘরিয়া, শিকদারপুর, প্রতাপগঞ্জ গ্রামে শুরু হয় নদী ভাঙন। বিঘার পর বিঘা চাষের জমি নদীতে তলিয়ে যায়। বাড়ি ঘর সর্বস্ব হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হত কয়েকশো পরিবারকে। নতুন করে তাঁরা আবার বাসস্থান বানান, পরের বছরের ভাঙনে আবারও তা চলে যায় নদীগর্ভে। প্রত্যেক বছরই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় তাঁদের।
নদী পাড়ের ভাঙনে চলতি বছরে তলিয়ে গিয়েছে সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ-মহেশটোলা এলাকার কালীমন্দিরটিও। বেশিরভাগ ক্ষেত্রে প্রশাসনের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দীর্ঘদিন ধরেই এই সমস্যার স্থায়ী সমাধান চাইছেন। এবার সেই দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। পুনর্বাসন নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ রয়েছে। বিপর্যয়ের পর জনপ্রতিনিধিরা তাঁদের ঠিক মতো খোঁজও নেন না বলে অভিযোগ। নদী পাড়ের বাসিন্দাদের ন্যূনতম মৌলিক চাহিদাও ঠিক মতো মেটে না বলে অভিযোগ। তাঁদের সঠিক পুনর্বাসনের দাবি জানিয়েছেন মামলাকারী।