Shahjahan Sheikh: ২৪ ঘণ্টার মধ্যেই হাইকোর্টে ভোলবদল শাহজাহান শেখের

Shahjahan Sheikh: তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই আক্রান্ত হতে হয়েছিল ইডি-কে। এরপর একাধিক এফআইআর হয়। কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে চলছে সেই মামলা। সেখানেই পার্টি হওয়ার আবেদন জানিয়েছিলেন শাহজাহান।

Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2024 | 3:51 PM

কলকাতা: সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহজাহান শেখ কোথায়, উত্তর নেই কারও কাছে। তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে কেন্দ্রীয় সংস্থার অফিসাররা রক্তাক্ত হওয়ার পর থেকেই বেপাত্তা ওই তৃণমূল নেতা। কেউ কেউ বলছেন সন্দেশখালিতেই আছেন শাহজাহান। তারপরও খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? সেই প্রশ্নে পুলিশের ওপর বাড়ছে চাপ। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে ভোল বদলালেন সেই শাহজাহান। সোমবারই সন্দেশখালি মামলার পার্টি বা অংশ হতে চেয়েছিলেন তিনি। আর মঙ্গলবার বদলে গেল মত। আপাতত পার্টি হতে চান না তিনি। এদিন হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে জানালেন তাঁর আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।

সন্দেশখালি মামলায় সোমবার শাহজাহানের আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেল এই মামলায় পার্টি হতে চান। সেই ম আইনজীবীর কাছে বিচারপতি জানতে চেয়েছিলেন, শাহজাহান আত্মসমর্পণ করছেন না কেন। পুলিশকেও ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল আদালতে। মঙ্গলবার ফের শুনানি ছিল সেই মামলার। সেখানেই বিচারপতিকে আইনজীবী বলেন, “আদালত মনে করলে, পরে পার্টি হতে বললে হব।”

সন্দেশখালি মামলায় পুলিশে কাছে কেস ডায়েরি তলব করেছিল আদালত। কিন্তু সোমবার তা জমা দেয়নি পুলিশ। মঙ্গলবার ফের কেস ডায়েরি নিয়ে যেতে বলা হয়েছে পুলিশকে। গত ৫ জানুয়ারি ইডি-র ওপর হামলার ঘটনা ঘটেছিল। তারপর ১১ দিন কেটে গেলেও শাহজাহানের কোনও খোঁজ পাওয়া যায়নি। মাত্র তিনজনকে কেন গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল পুলিশ। এরপর আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।