কলকাতা: সন্দেশখালিতে অশান্তির ঘটনায় সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বসিরহাট আদালতে এই মামলার শুনানি হয়। শুনানিপর্ব শেষ হলেও এখনও কোনও নির্দেশ বিচারক দেননি। শিবু হাজরার দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল নিরাপদকে। এদিন সেই মামলায় নতুন করে পুলিশ হেফাজতের আবেদন করা হয়।
১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয় শিবু হাজরার দায়ের করা অভিযোগে। ভানু মণ্ডলের দায়ের করা অভিযোগে পিপি জেল হেফাজত চান। দু’টি মামলাতেই জামিনের আবেদন জানানো হয় নিরাপদ সর্দারের আইনজীবীর তরফে। বিচারক পিপির কাছে জানতে চান, কেন নিরাপদ সর্দারকে পুলিশ হেফাজতে চাওয়া হচ্ছে?
পিপি বলেন, তদন্তের কাজ এখনও বাকি রয়েছে। তাই নিরাপদ সর্দারকে হেফাজতে নেওয়া প্রয়োজন। বিচারক প্রশ্ন করেন, যে ঘটনায় নিরাপদ সর্দার অভিযুক্ত, সেই কাণ্ডে আক্রান্ত অভিযোগকারীদের মেডিক্যাল করানো হয়েছে? পিপি জানান, মেডিক্যাল করানো হলেও রিপোর্ট আসেনি। বেসরকারি জায়গায় শারীরিক পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট দু’ তিনদিনের মধ্যে আসবে। এরপর সেখান থেকেই গ্রেফতার হন তিনি। নিরাপদের বিরুদ্ধে শিবু হাজরার অভিযোগ ছিল, তাঁর পোলট্রি ফার্মে যে হামলা হয়েছে, তার পুরোধা প্রাক্তন বাম বিধায়কই। যদিও ধৃতের দাবি, এই ঘটনার দিন তিনি দলেরই বৈঠকে ছিলেন। তাহলে একই ব্যক্তি কীভাবে দু’জায়গায় যাবেন?