কলকাতা: ফের বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে তলব করল ইডি (ED)। সম্প্রতি, রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান সহ শঙ্কর ও বিশ্বজিৎ দাসকে জামিন দিয়েছিল ব্যাঙ্কশাল আদালত। তবে একটা মাস কাটতে না কাটতে এবার ফের তলব তাঁকে। এবার নিজাম প্যালেসে ডাক পড়ল বনগাঁ পুরসভার এই প্রাক্তন চেয়ারম্যানের। তবে এবার আরও গুরুতর অভিযোগের জিজ্ঞাসাবাদে তলব করা হয়েছে শঙ্করকে।
বস্তুত, ৫ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে নেমে শঙ্করকে গ্রেফতার করে ইডি। অভিযোগ, মধ্যরাতে তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের টিম। গাড়ি ভাঙচুর করারও অভিযোগ ওঠে। সেই মামলার তদন্ত প্রথমে বনগাঁ থানার পুলিশ করলেও পরে বিষয়টি সিবিআই-এর হাতে চলে যায়। এবার সেই মামলার তদন্তে নেমেই ফের তলব করা হল শঙ্করকে।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ৫ই জানুয়ারি ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন শঙ্কর। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল। অভিযোগ, নিজের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ সংস্থার মাধ্যমে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন শঙ্কর আঢ্য।