Saokat Molla slams Suvendu Adhikari: ৭ দিনের মধ্যে চাইতে হবে ক্ষমা, শুভেন্দুকে আইনি নোটিস ধরালেন শওকত
Saokat Molla slams Suvendu Adhikari: কয়েকদিন আগেই তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে আইনি নোটিস ধরিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক। এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি নোটিস ধরালেন শওকত মোল্লা। বেফাঁস মন্তব্য করায় এবার বিধানসভার বিরোধী দলনেতাকে নোটিস ধরানো হল।
কলকাতা: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি নাকি এ রাজ্যে জঙ্গিদের আশ্রয় দিচ্ছেন। এমনই দাবি করেন শুভেন্দু। এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার মানহানির মামলা করলেন শওকত মোল্লা।
কয়েকদিন আগেই তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে আইনি নোটিস ধরিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক। এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি নোটিস ধরালেন শওকত মোল্লা। বেফাঁস মন্তব্য করায় এবার বিধানসভার বিরোধী দলনেতাকে নোটিস ধরানো হল।
প্রসঙ্গত, সম্প্রতি ক্যানিং থেকে গ্রেফতার করা হয় কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে। তাঁর গ্রেফতারি নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমাগত বাড়ছিল। বিজেপিকে আক্রমণ করে শুভেন্দুর উদ্দেশে শওকত বলেছিলেন, “বাংলায় জঙ্গি ঢোকার দায়ভার কার? সীমান্তরক্ষী বাহিনী কী করছে? দায়ভার তো কেন্দ্রের।” এর পাল্টা ক্যানিং পূর্বের বিধায়ককে জবাব দিয়ে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “শওকত মোল্লা জঙ্গিদের লুকিয়ে রাখছিলেন। জাভেদ মুন্সি ধরা পড়ার পর তিনি আতঙ্কিত। কারণ, শওকত মোল্লাও আর একটা জঙ্গি। জাভেদ মুন্সিকে কারা নিরাপদ আশ্রয়ে রেখেছিল? জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আশ্রয় দেওয়ার অভিযোগে শওকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে যাবে। সেইজন্য আতঙ্কিত।”
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার শুভেন্দুর বিরুদ্ধে মানহানির নোটিস দিয়েছেন শওকত। সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে বিরোধী দলনেতাকে। এরপর এ বিষয় সওকাত মোল্লা বলেন, “বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। উনি ক্ষমা না চান এবং সদুত্তর না দেন তাহলে ওনার বিরুদ্ধে মানহানির মামলা করব।”