Saumitra Khan Audio Clip: ‘একটাও সিট জিতবে না শুভেন্দু’, ‘৫০ হাজার ভোটে হারবে নিশীথ’, ভাইরাল অডিয়ো ক্লিপে বিস্ফোরক সৌমিত্র

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 20, 2021 | 11:32 PM

Saumitra Khan Audio Clip: নিজে জিতবেন কি না, সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।

Follow Us

কলকাতা : দিলীপ ঘোষের সঙ্গে সৌমিত্র খাঁর (Soumitra Khan) বিরোধ প্রকাশ্যে এসেছে আগেও। বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে নিয়ে বঙ্গ বিজেপিতে অস্বস্তি নতুন নয়। তবে এবার ফাঁস হল এক অডিয়ো ক্লিপ, যেখানে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ। তাঁর দাবি, আগামী লোকসভা নির্বাচনে তিনটির বেশি আসন পাবে না বিজেপি। এমনকি তিনি নিজেও জিতবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সৌমিত্র। তাঁর দাবি, পূর্ব মেদিনীপুরে একটা আসনও জিততে পারবেন না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সদ্য বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়া তিন সাংসদ ‘কোনও কাজের নয়’ বলেও উল্লেখ করেছেন তিনি। তবে এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। কিন্তু এই অডিয়ো ক্লিপ যে নতুন করে বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়াল, তা বলাই বাহুল্য।

শনিবার প্রকাশ্যে আসা ওই অডিয়ো ক্লিপে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায় সৌমিত্রকে। বঙ্গ বিজেপির অবস্থা যে খুব একটা ভালো নয়, সেটাই তাঁদের আলোচনার মূল বিষয়। শুরুতেই তিনি দাবি করেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে মাত্র ৩টি আসন পাবে বিজেপি। এমনকি তাঁর নিজের আসন বিষ্ণুপুরে জেতার সম্ভাবনাও ৫০-৫০ বলে মনে করছেন তিনি। দিলীপ ঘোষকে আক্রমণ করে সৌমিত্রকে বলতে শোনা যায়, ‘ও বড় বড় কথা বলছে, নিজের ওয়ার্ডে হেরে বসে আছে।’

ভাইরাল অডিয়ো ক্লিপে সাংসদ এও বলেছেন, ‘শান্তনু ঠাকুর বাদে বাকি তিনজন মন্ত্রী কোনও কাজের নয়।’ নাম উল্লেখ করে তিনি বলেছেন নিশীথ প্রামাণিক মন্ত্রী হয়েছেন, এতে দলের কর্মীদের কিছু যায় আসে না, সুভাষ সরকারের ক্ষেত্রেও একই মন্তব্য করেছেন তিনি। মন্ত্রিত্ব নিয়ে আক্ষেপ স্পষ্ট সৌমিত্রের গলায়। পাশাপাশি তাঁর অভিযোগ, নিশীথকে মন্ত্রী করে আদতে হিন্দুদের মধ্যেও ভাগাভাগি করে দিয়েছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, রাজবংশী ভোট এবার বড় ফ্যাক্টর ছিল বিজেপির কাছে। বিধানসভা নির্বাচনে সেই ভোটেও থাবা বসিয়েছে তৃণমূল। তাই রাজবংশী ভোট ধরে রাখতেই নিশীথকে মন্ত্রী করা হয়েছে বলে ইঙ্গিত সৌমিত্রের। লোকসভা নির্বাচন পর্যন্ত নিজের কেন্দ্রের বাইরে বেরবেন না বলেও উল্লেখ করেছেন তিনি।

সাংসদ মনে করেন, দার্জিলিং-এর একটি আসন ও উত্তরবঙ্গে ২-১টা আসন ছাড়া লোকসভায় আর আসন পাওয়ার সম্ভাবনা নেই। তাঁর দাবি, শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে একটাও আসন দিতে পারবে না আর নিশীথ প্রামাণিক নিজের কেন্দ্রে ৫০ হাজার ভোটে হেরে যাবে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সম্পর্কে তিনি বলেন, ‘ভোটের রেজাল্ট বেরনোর পর ৮০ দিন হয়েছে, ও তো একদিনও রাস্তাতেই নামেনি।’ তাঁর কথায়, ‘দিলীপ ঘোষ বড় বড় কথা বলছেন, নিজের বুথেই হেরে বসে আছেন।’

এদিকে অডিয়ো ক্লিপ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মনে হচ্ছে এটা অনেক পুরনো অডিয়ো ক্লিপ।’ তাছাড়া এটি সৌমিত্র খাঁ-র গলা কি না সেটাও পরীক্ষা করে দেখা দরকার বলে মন্তব্য করেছেন তিনি। তিনি জানান, বিজেপির কাছে কন্ঠস্বর পরীক্ষা করার কোনও প্রযুক্তি নেই। আর গলাটা সৌমিত্রের হয়ে থাকলেও সেটা নির্বাচনের পর হতাশা থেকে বলেছেন বলে যুক্তি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এই বিষয়ে তিনি সৌমিত্রের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

আরও পড়ুন : ‘তৃণমূলে ষড়যন্ত্র চলছে, আমাদের মন্ত্রিসভা জানেই না’, বিস্ফোরক মদন মিত্র

কলকাতা : দিলীপ ঘোষের সঙ্গে সৌমিত্র খাঁর (Soumitra Khan) বিরোধ প্রকাশ্যে এসেছে আগেও। বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে নিয়ে বঙ্গ বিজেপিতে অস্বস্তি নতুন নয়। তবে এবার ফাঁস হল এক অডিয়ো ক্লিপ, যেখানে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ। তাঁর দাবি, আগামী লোকসভা নির্বাচনে তিনটির বেশি আসন পাবে না বিজেপি। এমনকি তিনি নিজেও জিতবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সৌমিত্র। তাঁর দাবি, পূর্ব মেদিনীপুরে একটা আসনও জিততে পারবেন না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সদ্য বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়া তিন সাংসদ ‘কোনও কাজের নয়’ বলেও উল্লেখ করেছেন তিনি। তবে এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। কিন্তু এই অডিয়ো ক্লিপ যে নতুন করে বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়াল, তা বলাই বাহুল্য।

শনিবার প্রকাশ্যে আসা ওই অডিয়ো ক্লিপে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায় সৌমিত্রকে। বঙ্গ বিজেপির অবস্থা যে খুব একটা ভালো নয়, সেটাই তাঁদের আলোচনার মূল বিষয়। শুরুতেই তিনি দাবি করেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে মাত্র ৩টি আসন পাবে বিজেপি। এমনকি তাঁর নিজের আসন বিষ্ণুপুরে জেতার সম্ভাবনাও ৫০-৫০ বলে মনে করছেন তিনি। দিলীপ ঘোষকে আক্রমণ করে সৌমিত্রকে বলতে শোনা যায়, ‘ও বড় বড় কথা বলছে, নিজের ওয়ার্ডে হেরে বসে আছে।’

ভাইরাল অডিয়ো ক্লিপে সাংসদ এও বলেছেন, ‘শান্তনু ঠাকুর বাদে বাকি তিনজন মন্ত্রী কোনও কাজের নয়।’ নাম উল্লেখ করে তিনি বলেছেন নিশীথ প্রামাণিক মন্ত্রী হয়েছেন, এতে দলের কর্মীদের কিছু যায় আসে না, সুভাষ সরকারের ক্ষেত্রেও একই মন্তব্য করেছেন তিনি। মন্ত্রিত্ব নিয়ে আক্ষেপ স্পষ্ট সৌমিত্রের গলায়। পাশাপাশি তাঁর অভিযোগ, নিশীথকে মন্ত্রী করে আদতে হিন্দুদের মধ্যেও ভাগাভাগি করে দিয়েছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, রাজবংশী ভোট এবার বড় ফ্যাক্টর ছিল বিজেপির কাছে। বিধানসভা নির্বাচনে সেই ভোটেও থাবা বসিয়েছে তৃণমূল। তাই রাজবংশী ভোট ধরে রাখতেই নিশীথকে মন্ত্রী করা হয়েছে বলে ইঙ্গিত সৌমিত্রের। লোকসভা নির্বাচন পর্যন্ত নিজের কেন্দ্রের বাইরে বেরবেন না বলেও উল্লেখ করেছেন তিনি।

সাংসদ মনে করেন, দার্জিলিং-এর একটি আসন ও উত্তরবঙ্গে ২-১টা আসন ছাড়া লোকসভায় আর আসন পাওয়ার সম্ভাবনা নেই। তাঁর দাবি, শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে একটাও আসন দিতে পারবে না আর নিশীথ প্রামাণিক নিজের কেন্দ্রে ৫০ হাজার ভোটে হেরে যাবে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সম্পর্কে তিনি বলেন, ‘ভোটের রেজাল্ট বেরনোর পর ৮০ দিন হয়েছে, ও তো একদিনও রাস্তাতেই নামেনি।’ তাঁর কথায়, ‘দিলীপ ঘোষ বড় বড় কথা বলছেন, নিজের বুথেই হেরে বসে আছেন।’

এদিকে অডিয়ো ক্লিপ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মনে হচ্ছে এটা অনেক পুরনো অডিয়ো ক্লিপ।’ তাছাড়া এটি সৌমিত্র খাঁ-র গলা কি না সেটাও পরীক্ষা করে দেখা দরকার বলে মন্তব্য করেছেন তিনি। তিনি জানান, বিজেপির কাছে কন্ঠস্বর পরীক্ষা করার কোনও প্রযুক্তি নেই। আর গলাটা সৌমিত্রের হয়ে থাকলেও সেটা নির্বাচনের পর হতাশা থেকে বলেছেন বলে যুক্তি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এই বিষয়ে তিনি সৌমিত্রের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

আরও পড়ুন : ‘তৃণমূলে ষড়যন্ত্র চলছে, আমাদের মন্ত্রিসভা জানেই না’, বিস্ফোরক মদন মিত্র

Next Article