School Holiday: সরস্বতী পুজোয় পরপর ২ দিন স্কুল ছুটি, আর কবে কবে টানা ছুটি, রইল তালিকা

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

Dec 22, 2023 | 10:49 PM

WBBSE: সরস্বতী পুজোর পাশাপাশি দোলেও ২ দিন ছুটি থাকছে। ২৫ মার্চ দোল। পরদিন ২৬ মার্চ হোলির ছুটি। এদিকে ২৫ তারিখ সোমবার। ফলে তার আগের দিনও ছুটি থাকছে। এদিকে বুধ, বৃহস্পতিবারের পর আবার শুক্রবার ২৯ মার্চ গুড ফ্রাইডে।

School Holiday: সরস্বতী পুজোয় পরপর ২ দিন স্কুল ছুটি, আর কবে কবে টানা ছুটি, রইল তালিকা
ছুটির তালিকা প্রকাশ। প্রতীকী ছবি।

Follow Us

কলকাতা: মধ্যশিক্ষা পর্ষদের তরফে ২০২৪ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। এবছর ৬৫ দিন ছুটি থাকছে পর্ষদের আওতাধীন স্কুল। পুজোর ছুটি ২৫ দিন। গরমের ছুটি ১০ দিন। সরস্বতী পুজো উপলক্ষে পরপর ২ দিন ছুটি রয়েছে এবার। ১৪ ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজো পড়েছে। সেদিন তো ছুটি থাকছেই। তার আগের দিন ১৩ তারিখও ছুটি মধ্যশিক্ষা পর্ষদের অ্যাকাডেমির ক্যালেন্ডারে।

সরস্বতী পুজোর পাশাপাশি দোলেও ২ দিন ছুটি থাকছে। ২৫ মার্চ দোল। পরদিন ২৬ মার্চ হোলির ছুটি। এদিকে ২৫ তারিখ সোমবার। ফলে তার আগের দিনও ছুটি থাকছে। এদিকে বুধ, বৃহস্পতিবারের পর আবার শুক্রবার ২৯ মার্চ গুড ফ্রাইডে। মে মাসে গরমের ছুটি। ছুটি থাকছে ১০ দিন। তবে এই হিসাবের মধ্যে ধরা নেই রবিবার। ৯ মে থেকে শুরু ছুটি। ২০ মে পর্যন্ত ছুটি থাকবে। পুজোর ছুটি শুরু হচ্ছে ৭ অক্টোবর থেকে। ৪ নভেম্বর পর্যন্ত ছুটি।

আগামী বছর সরকারি কর্মীদেরও ছুটির তালিকা দীর্ঘ। নভেম্বরেই নবান্নের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দুর্গাপুজোতেই টানা ১৬ দিন ছুটি। কালীপুজোতেও লম্বা ছুটি। ১ নভেম্বর শুক্রবার থেকে ছুটি শুরু শনি ও রবিবার ছুটি। সোমবার ৪ তারিখও ছুটি থাকছে। ৭ নভেম্বর আবার ছটপুজোর ছুটি।

Next Article