কলকাতা: শিক্ষকদের স্কুলে আসার সময় এগিয়ে আসছে নতুন শিক্ষাবর্ষে। আর সকাল ১০টা ৫০ নয়, এবার থেকে সকাল ১০টা ৪০ মিনিটের মধ্য়ে স্কুলে ঢুকতে হবে তাঁদের। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে তা। জুনিয়র হাইস্কুল, সেকেন্ডারি স্কুল (সরকার ও সরকার পোষিত)-সহ বোর্ডের আওতাধীন সমস্ত স্কুলের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে।
নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে স্কুলের সমস্ত স্টাফকে (টিচিং, ননটিচিং) প্রার্থনায় থাকতে হবে। ১০টা ৪০ থেকে ১০টা ৫০ পর্যন্ত এই প্রেয়ার অ্যাসেম্বলির জন্য সময় বরাদ্দ থাকছে। ১০টা ৪০-এর পর যদি কেউ আসেন, তাঁর জন্য ‘লেট’ মার্ক হবে। শুধু তাই নয়, ১১টা ১৫ মিনিটের পর যদি কোনও শিক্ষক বা শিক্ষিকা স্কুলে আসেন, তাহলে তাঁকে সেদিনের জন্য ‘অনুপস্থিত’ হিসাবে গন্য করা হবে।
সাড়ে ৪টে অবধি স্কুলে থাকতে হবে শিক্ষক, শিক্ষাকর্মীদের। ক্লাসের ভিতর মোবাইল ফোনের ঘন ঘন ব্যবহার, ব্লু টুথ ডিভাইস ব্যবহার করা কোনওভাবেই চলবে না। ‘টিচিং এইড’ হিসাবে যদি মোবাইল ফোন বা স্মার্ট ফোন ক্লাসে ব্যবহার করতে হয়, সে ক্ষেত্রে লিখিত অনুমতি নিতে হবে।