AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railway: সিসিটিভি থেকে RPF! ট্রেনে মেয়েদের সুরক্ষায় যেভাবে নজির গড়েছে শিয়ালদহ শাখা

Indian Railway: এছাড়াও উত্তর মেইন লাইন ও দক্ষিণ শাখায় দিনে মোট ১২টি মাতৃভূমি লোকাল যাতায়াত করছে। যা ব্যস্ততাকালীন সময়ে মহিলাদের স্বস্তির যাত্রা প্রদান করছে বলেই দাবি রেল কর্তৃপক্ষের।

Indian Railway: সিসিটিভি থেকে RPF! ট্রেনে মেয়েদের সুরক্ষায় যেভাবে নজির গড়েছে শিয়ালদহ শাখা
প্রতীকী ছবিImage Credit: Facebook
| Edited By: | Updated on: May 26, 2025 | 7:42 AM
Share

শিয়ালদহ: রাতে ট্রেনে বাড়ি ফিরবে মেয়ে? এককালে একাংশের অভিভাবকের কাছে এটা ছিল একটা দুশ্চিন্তার বিষয়। ফাঁকা ট্রেনে কতটাই বা সুরক্ষিত মেয়েরা? এমনকি, ভিড় ট্রেনেও তো নানা সময়ে উঠেছে হেনস্থার অভিযোগ। তবে নারী নিরাপত্তার এই ফাঁক ফোঁকরগুলোকে এখন ঢেকে দিয়েছে রেল।

মেয়েদের সুরক্ষায় নজির গড়ছে বাংলার শিয়ালদহ বিভাগ। সিসিটিভি থেকে বাড়তি রেল পুলিশ, সব মিলিয়ে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা। শিয়ালদহ রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, লেডিস কোচ ও মাতৃভূমি লোকালগুলিতে সর্বক্ষণ নিরাপত্তা প্রদানের জন্য মোতায়েন করা হয়েছে রেল পুলিশ। একাকী ভ্রমণরত মহিলা যাত্রীদের সুরক্ষায় ‘সজাগ’ রয়েছে ট্রেন এসকর্টিং পার্টিগুলি। এছাড়াও, বাড়তি নজরদারির জন্য কোচগুলিতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও।

মেয়েদের কোচে ভিড় নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করেছে ভারতীয় রেলের শিয়ালদহ বিভাগ। সম্প্রতি, EMU ট্রেনগুলির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি বাড়তি লেডিস কোচ। যার ফলে নিয়ন্ত্রণে আনা গিয়েছে ৫০ শতাংশ ভিড়। এছাড়াও উত্তর মেইন লাইন ও দক্ষিণ শাখায় দিনে মোট ১২টি মাতৃভূমি লোকাল যাতায়াত করছে। যা ব্যস্ততাকালীন সময়ে মহিলাদের স্বস্তির যাত্রা প্রদান করছে বলেই দাবি রেল কর্তৃপক্ষের। এই প্রসঙ্গে এদিন শিয়ালদহ শাখার ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, মিশন মোডে কাজ করছে শিয়ালদহ শাখা। যার লক্ষ্য একটাই, মহিলা যাত্রীদের যাত্রা আরও গতিশীল, দ্রুত ও নিরাপদ করে তোলা।