Train Blockage: আড়াই ঘণ্টা ধরে চলছে না ট্রেন! অফিস টাইমে শিয়ালদহে চরম ভোগান্তিতে যাত্রীরা
Sealdah-Hasnabad Train Blockage: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনের এই অবরোধে চরম ভোগান্তির শিকার হন অফিসগামী বা কর্মস্থলগামী যাত্রী থেকে পড়ুয়া প্রত্যেকেই।

কলকাতা: সাতসকালে অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তি। সপ্তাহের প্রথম দিনেই শিয়ালদহ-হাসনাবাদ শাখা বিপর্যস্ত হয়ে পড়ল। রেল অবরোধের জেরে হাসনাবাদ শাখায় বন্ধ ছিল ট্রেন চলাচল। এখনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
সোমবার সকাল ৭:৩০ মিনিট থেকে সকাল ৯ টা পর্যন্ত অবরোধ চলে। জানা গিয়েছে, ভাসিলা স্টেশনের কাছে এই অবরোধ করা হচ্ছিল। রাস্তা সংস্কারের দাবিতে রেল অবরোধ করছিলেন স্থানীয় বাসিন্দারা। এর জেরেই বিপর্যস্ত হয়ে যায় রেল পরিষেবা।
অবরোধের জেরে চারটি আপ এবং চারটি ডাউন লোকাল ঘণ্টাখানেক দেরিতে চলছে। বাতিল হয়েছে একটি বারাসাত-হাসনাবাদ লোকাল। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। আপ ও ডাউন লাইনে ট্রেন দেরিতে চলছে। দুপুরের মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, সপ্তাহের প্রথম দিনেই ট্রেন অবরোধে চরম ভোগান্তির শিকার হন অফিসগামী যাত্রী থেকে পড়ুয়া সকলে। কর্মব্যস্ত সময়ে একাধিক ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।

