কলকাতা: আশঙ্কা সত্যি হল বলা চলে। প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় টিকা গ্রহণের (Covid Vaccine) সংখ্যা আরও কমল রাজ্যে। শনিবারের মতো সোমবারও রাজ্যে ২০৭টি কেন্দ্রে ২০৭০০ প্রাপকের টিকা নেওয়ার তালিকা তৈরি করেছিল স্বাস্থ্য ভবন। শনিবার ২০৭০০ জনের মধ্যে টিকা নিয়েছিল ১৫৭০০। সোমবার সেই সংখ্যা কমে হল ১৪১১০ জন।
স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী যোগাযোগের ঘাটতিকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন। কেন্দ্রের কো-উইন পোর্টাল কাজ না করায় এরকমটা যে হতে পারে সেই আশঙ্কা আগেই করেছিলেন স্বাস্থ্য দফতরের কর্তাদের একাংশ। পোর্টাল ঠিকমতো কাজ না করায় অনেকের কাছে এসএমএস পৌঁছয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তাও। তবে ভ্যাকসিন নিয়ে এখনও যে অনেকের মধ্যে ভীতি কাজ করছে, এদিনের পরিসংখ্যান তারও পরিচয় বলে বক্তব্য স্বাস্থ্য কর্তাদের একাংশের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে যদিও একাধিকবার করোনা দুই টিকা কোভিশিল্ড ও কোভ্যাকসিনকে ১০০ শতাংশ নিরাপদ বলে দাবি করা হয়েছে। গত ১৬ জানুয়ারি থেকে যে দেশের ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের কোভিশিল্ডের ভ্যাকসিনই দেওয়া হয়েছে। তবে এর মধ্যেই ভ্যাকসিন নেওয়ার পর দুজনের মৃত্যু হওয়ার খবর এসেছে।
আরও পড়ুন: দেশে টিকা পেলেন ৩ লক্ষ ৮১ হাজার মানুষ, ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া
টিকা নেওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রাণ হারিয়েছেন ৪৬ বছর বয়সী উত্তর প্রদেশের স্বাস্থ্যকর্মী মহিপাল সিং। তবে মোরাদাবাদ জেলার প্রধান স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, মহিপালের মৃত্যুর সঙ্গে করোনা টিকাকরণের কোনও সম্পর্ক নেই। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, মহিপালের প্রাণ হারিয়েছে হৃদরোগে। কর্নাটকের বেলারির ৪৩ বছর বয়সী এক ব্যক্তিও প্রাণ হারিয়েছেন। তাঁর ক্ষেত্রেও কার্ডিওর সমস্যা।
আরও পড়ুন: ‘লাকি’ নন্দীগ্রাম কি মমতার ‘অপশন’! কী বলছেন বিরোধী নেতা-নেত্রীরা…