‘লাকি’ নন্দীগ্রাম কি মমতার ‘অপশন’! কী বলছেন বিরোধী নেতা-নেত্রীরা…
বিরোধী নেতা-নেত্রীরা অবশ্য খানিক বাঁকা সুরে বলছেন, তবে কি ভবানীপুরের আসনে জয় কোনও সন্দেহ রয়েছে তৃণমূল সুপ্রিমোর!
কলকাতা: নন্দীগ্রামের (Nandigram) জনসভা থেকেই ভোটের মুখে সবচেয়ে বড় চমকটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের এই বিধানসভা কেন্দ্র থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনি। তাঁর এই ঘোষণাকে রাজনৈতিক মহলের একাংশ বলছে ‘মাস্টারস্ট্রোক’। কেউ বা বলছে ‘সুকৌশলী চাল’। অনেকের মতে আবার, ২০১১-র নস্ট্যালজিয়াকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন নেত্রী। বিরোধী নেতা-নেত্রীরা অবশ্য খানিক বাঁকা সুরে বলছেন, তবে কি ভবানীপুরের আসনে জয় নিয়ে কোনও সন্দেহ রয়েছে তৃণমূল সুপ্রিমোর!
একনজরে দেখে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ঘোষণার পর কোন পক্ষ কী বলল…
দিলীপ ঘোষ: ভবানীপুর আর সেফ সিট নেই। দিদিমণি সারা রাজ্যে সেফ সিট খুঁজে বেড়াচ্ছেন। গঙ্গার ওপারে গিয়ে লাভ নেই।
শুভেন্দু অধিকারী: প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফে কে কোথায় দাঁড়াবে তা নিয়ে আমি কিছু বলব না। নন্দীগ্রামে মাননীয়াকে ৫০ হাজার ভোটে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব।
মুকল রায়: মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর যে কোনও প্রান্তে নির্বাচনে দাঁড়াতে পারেন। এক জায়গায় দাঁড়ালে উনি হেরে যেতে পারেন তাই আরেকটা জায়গা খুঁজছেন।
অধীর চৌধুরী: আমার মনে হচ্ছে যে ভবানীপুর থেকে তাঁর হেরে যাওয়ার আশঙ্কা করছেন মমতা। তার জন্যে তিনি আরেকটা পছন্দের জায়গা রেখে দিচ্ছেন, আরেকটা অপশন (বিকল্প) খোলা রাখছেন।
সুজন চক্রবর্তী: এটা হারার আগেই হার স্বীকার করার লক্ষণ।
আরও পড়ুন: এবার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেভিওয়েট বৈঠকে অভিষেক
অশোক ভট্টাচার্য: হারার আগেই হেরে বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাই দুই বিধানসভা আসনে দাড়াতে চাইছেন তিনি। ভবানীপুর কি তার কাছে আর নিরাপদ নয়? এরা হারাবে বিজেপিকে?
দেবশ্রী চৌধুরী: মমতা নিরাপদ জায়গা খুঁজছেন। কখনও বলছেন পোর্টে দাঁড়াবেন, কখনও বলছেন নন্দীগ্রামে। নিজেই ঠিক করতে পারছেন না, কোথায় গেলে জিততে পারবেন।
সায়ন্তন বসু: ভবানীপুরে দাঁড়াতে ভয় পাচ্ছেন, একটা আসনে নির্ভর করতে পারছেন না। আমরা ওনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, উনি যেখানে যাবেন সেখানে ওনাকে হারাব।
আরও পড়ুন: অরুণাচল সীমান্তের ভারতীয় দিকে গ্রাম গড়েছে চিন? প্রকাশ্যে উপগ্রহ চিত্র