এবার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেভিওয়েট বৈঠকে অভিষেক

হাওড়ার তিনবারের সাংসদ এদিন বলেন, "আমি মোহনবাগানের প্লেয়ার। খিদিরপুরে খেলতে যাবো কেন। কোথাও যাচ্ছি না।"

এবার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেভিওয়েট বৈঠকে অভিষেক
প্রসূনকে নিয়ে বৈঠকে অভিষেক- ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jan 18, 2021 | 8:18 PM

কলকাতা: এবার তৃণমূল (TMC) সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের (Prasun Banerjee) সঙ্গে হেভিওয়েট বৈঠকে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ক্যামাক স্ট্রিটের দফতরের এই বৈঠকে উপস্থিত রয়েছেন কুণাল ঘোষও। দিনকয়েক আগেই একটি জনসভা থেকে বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ দাবি করেছিলেন, হাওড়ার সাংসদ বিজেপিতে যোগ দেবেন। সে সময় প্রসূনবাবু TV9 বাংলা-কে সাফ জানিয়ে দিয়েছিলেন, দলনেত্রীর হাত তিনি এখনই ছাড়ছেন না। তবে অসন্তোষের কথাও গোপন করেননি। এবারের বৈঠক কি তবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মানভঞ্জনের পালা! জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

অসন্তোষের কথা গোপন না করলেও বেসুরো কখনই হননি প্রসূন। উল্টে তিনি বলেছিলেন, দলকে জিতিয়ে তবেই যা বলার তা নেত্রীকে তিনি বলবেন। দুদিন আগেও তাঁকে বলতে শোনা যায়, তিনি দলের ব্যবহারে ‘দুঃখ’ পেয়েছেন বটে। কিন্তু, দল ছাড়ার কথা ভাবছেন না। সেই ভাবনা তাঁর মনে ভুল করে চলে এলেও তা যাতে দীর্ঘস্থায়ী না হয় তা নিশ্চিত করতেই আজকের বৈঠক অনেকাংশে ফলপ্রসূ হতে পারে বলে মত রাজনৈতিক মহলের। এই বৈঠকের দিনকয়েক আগে একই ভাবে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে বৈঠক করে মানভঞ্জন পালা চালানো হয়েছিল অভিষেক ও কুণালের পক্ষ থেকে। তাতে যে ঘাসফুল নেতৃত্ব লাভবান হয়েছিল সেই সম্পর্কে বর্তমানে ওয়াকিবহাল রাজ্যবাসী।

আরও পড়ুন: অরুণাচল সীমান্তের ভারতীয় দিকে গ্রাম গড়েছে চিন? প্রকাশ্যে উপগ্রহ চিত্র

এদিনের বৈঠকেও যে তৃণমূলের জন্য আখেরে লাভদায়ক হয়েছে তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। হাওড়ার তিনবারের সাংসদ এদিন বলেন, “আমি মোহনবাগানের প্লেয়ার। খিদিরপুরে খেলতে যাবো কেন। কোথাও যাচ্ছি না।” অর্থাৎ তাঁর সাফ ইঙ্গিত, তিনি আপাতত দলেই থাকছেন। যা মান-অভিমান রয়েছে, সেগুলো দলের অন্দরেই জানানোর পক্ষপাতী তিনি।

আরও পড়ুন: ‘সে দিন আমায় জ্বালিয়ে দিতে চেয়েছিল’, নন্দীগ্রামে দাঁড়িয়েই স্মৃতির পাতা উল্টোলেন মমতা