আগামী সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে বাস-মিনিবাস সংগঠনগুলি

বাস-মিনিবাস সংগঠনগুলির দাবি, যে হারে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে তাতে বর্তমান ভাড়ায় আর বাস চালানো সম্ভব হচ্ছে না। রাজ্য সরকারকে একাধিকবার অনুনয়-বিনয় করেও করেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ।

আগামী সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে বাস-মিনিবাস সংগঠনগুলি
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 18, 2021 | 6:41 PM

কলকাতা: ভাড়া বৃদ্ধির দাবিতে আগামী সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হাঁটতে চলেছে বাস-মিনিবাস সংগঠনগুলি (Bus Strike)। যদিও ধর্মঘটের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে সোমবার চারটি বাস-মিনিবাস সংগঠন বৈঠকের পর এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে। মঙ্গলবার আরেক দফা বৈঠকের পর ধর্মঘটের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

বাস-মিনিবাস সংগঠনগুলির দাবি, যে হারে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে তাতে বর্তমান ভাড়ায় আর বাস চালানো সম্ভব হচ্ছে না। রাজ্য সরকারকে একাধিকবার অনুনয়-বিনয় করেও করেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। তাই এবার একপ্রকার বাধ্য হয়েই ধর্মঘটের পথে হাটতে হচ্ছে বলে জানিয়েছেন বাস-মিনিবাস সংগঠনগুলি।

সূত্রের খবর, আগামিকাল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের দফতরে রাজ্যের অন্যান্য বাস ও পরিবহণ সংগঠনগুলির সঙ্গে বৈঠকে হবে। এরপরই বিকেল ৪টে নাগাদ আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের ঘোষণা করা হতে পারে।

সংগঠনগুলির বক্তব্য, লকডাউনের সময় অস্থায়ীভাবে ভাড়া বাড়ানো হয়েছিল। তবে এখন আর সেই ভাড়া নেওয়া যাচ্ছে না। ফলে যাত্রী ও কনডাক্টারদের মধ্যে মাঝেমধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। এই অবস্থা কাটাতেই অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটে বাস-মিনিবাস সংগঠনগুলি নামতে চলেছে।

আরও পড়ুন: আমি টাকা দিতাম, কিন্তু দুই মেদিনীপুর আমাকে দেখতে দেওয়া হতো না: মমতা

প্রসঙ্গত, লকডাউনের সময় একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সে সময় রাজ্য সরকারের তরফে বাড়তি কিছু অনুদান দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও সংগঠনগুলি তা নিতে অস্বীকার করে। এই নিয়ে গঙ্গাসাগর মেলার পরই একটা হেস্তনেস্ত হতে পারে এমন কথাও জানা গিয়েছিল। সেই মতো এবার ফের একবার অনির্দিষ্টকালের জন্য বাস-মিনিবাস সংগঠনগুলি ধর্মঘটের পথে হাঁটতে চলেছে।

আরও পড়ুন: ‘দিনে এই লোক, রাতে ওই লোক, বার বার লোক চেঞ্জ করে’, বৈশাখীকে আক্রমণ কেষ্টর