কলকাতা: আশঙ্কার প্রহর গোনা শেষ। কোনও বিপত্তি ছাড়াই শিয়ালদহ উড়ালপুলের (Sealdah Bridge) নীচে মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হল। মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড সূত্রে খবর, এদিন রাত ১১টার পর যাতে ব্রিজ (Sealdah Flyover) খুলে দেওয়া হয় কলকাতা পুলিসকে সেই অনুরোধ করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। আরও জানা গিয়েছে, সম্পূর্ণ সফলভাবেই সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হয়েছে। বয়সের ভারে শিয়ালদহ ব্রিজের অবস্থাও শোচনীয় হয়ে যাওয়ায় এই খননকার্য শেষ না হওয়া পর্যন্ত আশঙ্কামুক্ত হওয়া যাচ্ছিল না।
তবে এদিন কাজ শেষ হওয়ার পর কার্যত স্বস্তির নিশ্বাস ফেলেছে সকল মহল। একই সঙ্গে কলকাতা পুলিসের ট্রাফিক বিভাগও হাঁফ ছেড়েছে। কেননা গত ১৬ জানুয়ারি থেকে শিয়ালদহ উড়ালপুল বন্ধ থাকায় মধ্য কলকাতার একটা বড় অংশ যানজটের মুখোমুখি হয়েছিল। ফলে শহরের একাধিক রুট ঘুরিয়ে দিতে হয়। যদিও জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়ি উড়ালপুল ব্যবহারে ছাড় দিয়েছিল পুলিস।
আরও পড়ুন: ‘ভুল করলে গালে একটা থাপ্পড় মেরো, মুখ ফিরিয়ে নিও না’
টানা তিনদিন উত্তর-দক্ষিণে এজেসি বোস রোড ধরে যাতায়াত বন্ধ রাখা হয়। শহরের উত্তর থেকে যে গাড়িগুলি মৌলালির দিকে আসে, তাদের মানিকতলা, রাজাবাজার অথবা মহাত্মা গান্ধী রোড হয়ে যেতে হয়। এপিসি রোড, এমজি রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, রফি আহমেদ কিদওয়াই রোড, লেনিন সরণি বরাবর ট্রাম চলাচলও বন্ধ রাখা হয়।
আরও পড়ুন: ‘লাকি’ নন্দীগ্রাম কি মমতার ‘অপশন’! কী বলছেন বিরোধী নেতা-নেত্রীরা…