Loksabha Election 2024: পাহাড় থেকে সমতল, দ্বিতীয় দফার তিন কেন্দ্রের খুঁটিনাটি

Apr 25, 2024 | 9:50 PM

Second Phase Loksabha Election 2024: সাত দফায় ভোট হচ্ছে দেশে, একইসঙ্গে সাত দফায় ভোটগ্রহণ হবে বাংলায়ও। শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জে। এক নজরে দেখে নিন কোন কেন্দ্রে প্রধান প্রতিদ্বন্দ্বিতা কাদের।

Loksabha Election 2024: পাহাড় থেকে সমতল, দ্বিতীয় দফার তিন কেন্দ্রের খুঁটিনাটি
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: শুক্রবার ২৬ এপ্রিল পশ্চিমবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ, রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং। সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এক নজরে ভোটের রায়গঞ্জ

বিজেপির প্রার্থী কার্তিক পাল, তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বাম সর্মথিত কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ ওরফে ভিক্টর। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট ২০ জন প্রার্থী। একজন মহিলা, বাকি সব পুরুষ। সাধারণত ১৬ বেশি প্রার্থী হলে দু’টি ব্যালট ইউনিট থাকে। তাই দু’টি করে ব্যালট ইউনিট থাকবে সব বুথেই। রায়গঞ্জে মোট বুথ ১৭৩০। থাকবে ১১১ কোম্পানি বাহিনী। ক্রিটিকাল বুথের সংখ্যা ২৩৬, স্পর্শকাতর বুথ ২১০টি।

এক নজরে ভোটের দার্জিলিং

এবারও বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ রাজু বিস্তা। তৃণমূলের প্রার্থী গোপাল লামা। কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন মুনিশ তামাং, এসইউসিআই-এর হয়ে শাহরিয়ার আলম। দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৯৯৯। ৮৮ কোম্পানি বাহিনী ব্যবহার হচ্ছে। স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৩৯টি। ক্রিটিক্যাল বুথ ৮৬৬।

এক নজরে ভোটের বালুরঘাট

এবারও বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। আরএসপি টিকিট দিয়েছে জয়দেব সিদ্ধান্তকে, আইএসএফ দাঁড় করিয়েছে মোজাম্মল হককে। বালুরঘাটে মোট বুথ ১৫৬৯। ৭৩ কোম্পানি বাহিনী থাকবে এখানে। ক্রিটিক্যাল বুথের সংখ্যা ২৬৩, স্পর্শকাতর বুথ ১৯২টি।

Next Article