AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: সিভিকের ‘এন্ট্রি’ নয়, কড়া নির্দেশ নবান্নে

Nabanna: বৃহস্পতিবার নির্দেশ দেওয়া হয়েছে, কোনও সিভিক ভলান্টিয়ার নবান্ন চত্বরে ঢুকতে পারবেন না। পুলিশকর্মীদের পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হবে। ডিরেক্টর অব সিকিউরিটির তরফ থেকে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে এদিন।

Nabanna: সিভিকের 'এন্ট্রি' নয়, কড়া নির্দেশ নবান্নে
নবান্নImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 17, 2025 | 8:05 PM
Share

কলকাতা: নিরাপত্তারক্ষীদের কড়া নজরদারি এড়িয়ে নবান্নের ১৪ তলায় পৌঁছে গিয়েছিলেন এক সিভিক ভলান্টিয়ার। সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয় নবান্ন। খোদ মুখ্যমন্ত্রীর দফতরের নিরাপত্তা নিয়েই প্রশ্ন ওঠে। সিভিক ভলান্টিয়ারকে আটকও করা হয়। ওই ঘটনার পরই সিভিক ভলান্টিয়ারদের জন্য কড়া নির্দেশ দেওয়া হল, নবান্নের তরফে। কোনও সিভিক ভলান্টিয়ারকে প্রবেশ করতে দেওয়া হবে না নবান্নে। দেওয়া হল মৌখিক নির্দেশ।

বৃহস্পতিবার নির্দেশ দেওয়া হয়েছে, কোনও সিভিক ভলান্টিয়ার নবান্ন চত্বরে ঢুকতে পারবেন না। পুলিশকর্মীদের পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হবে। ডিরেক্টর অব সিকিউরিটির তরফ থেকে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে এদিন। এছাড়া শুধু সিভিক ভলান্টিয়ার নয়, নির্দেশে বলা হয়েছে, নবান্নে কর্মরত ব্যক্তি ছাড়া আর কেউ ভিতরে ঢুকতে পারবেন না। ঢুকতে হলে পাস সেকশন দিয়ে সাধারণ মানুষ যেভাবে ঢোকেন সেই নিয়ম মেনে ঢুকতে হবে।

গত মঙ্গলবার দুপুরে ১৪ তলায় এক যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি একজন সিভিক ভলান্টিয়ার। সূত্রের খবর, নর্থ গেট দিয়ে ওই যুবক নবান্নে ঢোকেন। নর্থ গেট দিয়ে অনেক সময়ই সিভিক ভলান্টিয়াররা জল নিতে ভিতরে ঢোকেন। ওই যুবকও তেমনই জল নিতে ভেতরে ঢুকছেন বলে মনে করছেন নিরাপত্তারক্ষীরা। নবান্নের ভেতরে ঢোকার পর লিফটে চড়ে সোজা ১৪ তলায় পৌঁছে যান তিনি। সূত্রের খবর, ১৪ তলায় মুখ্যমন্ত্রীর ঘরের দিকে যাওয়ার চেষ্টা করেন।