স্বর্ণেন্দু দাস: রোজগার বাড়াতে এবার বিকল্প পন্থা অবলম্বন করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো রেলের সাতটি স্টেশনকে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নিল তারা। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি স্টেশনে প্রায় ১৫০০ স্কোয়ার ফিট জায়গা দেওয়া হবে বেসরকারি সংস্থাকে। যেখানে ওই সংস্থা তাদের বিজ্ঞাপন দিতে পারবে। মেট্রো রেল কর্তৃপক্ষের বক্তব্য, এতে বার্ষিক ৪০ থেকে ৭০ লক্ষ টাকা আয় হবে কলকাতা মেট্রো রেলের।
এর আগে বেশ কয়েকটি স্টেশনকে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার সেই সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল তারা। কলকাতা মেট্রো রেলের আধিকারিক প্রত্যুষ ঘোষ জানিয়েছেন, দমদম, নোয়াপাড়া, বেলগাছিয়া, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিটের মতো স্টেশন গুলিতে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের বেঙ্গল কেমিক্যাল এবং শিয়ালদহ মেট্রো স্টেশনকে ব্র্যান্ডিং করা হবে। পাঁচ বছরের চুক্তিতে এই ব্র্যান্ডিং করা হবে বলে জানিয়েছেন তিনি।
একই সঙ্গে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের বক্তব্য, বর্তমানে যাত্রী সংখ্যা স্বাভাবিক সময়ের থেকে এক তৃতীয়াংশ নেমে এসেছে। অন্যদিকে ১০০ টাকা রোজগার করতে বর্তমানে ২৬৪ টাকা খরচ হচ্ছে কলকাতা মেট্রো রেলের। খরচ সামাল দিতেই বিকল্প উপায়ে রোজগারের ভাবনা চিন্তা করছে তারা। সে কারণেই এই ধরনের পরিকল্পনা বলে জানিয়েছেন মেট্রো রেল আধিকারিক প্রত্যুষ ঘোষ।
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল কলকাতা মেট্রোর দরজা। এর আগে কোভিডের প্রথম ঢেউয়ের সময়ও মেট্রো বন্ধ ছিল বহুদিন। এখন মেট্রো পরিষেবা চালু হয়েছে ঠিকই। তবে একদিকে যেমন লোকাল ট্রেন বন্ধ থাকায় যাত্রীর সংখ্যা কম, একই সঙ্গে টানা দীর্ঘদিন মেট্রো না চলায় চরম ক্ষতির মুখে পড়তে হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষকে। এদিকে ভারতীয় রেলের মতো পণ্য পরিবহণ করে আয় করার মতো সুযোগও নেই মেট্রো রেলের হাতে। এই অবস্থায় ব্র্যান্ডিং নামক বিকল্প পথেই আয় খুঁজছে তারা।
ইতিমধ্যেই সেক্টর ফাইভ ও সল্টলেক স্টেডিয়াম নামে যে দুই মেট্রো স্টেশন রয়েছে তার ব্র্যান্ডিং করা হয়েছে। বেলগাছিয়া, শোভাবাজার-সুতানুটি, চাঁদনি চক, ফুলবাগান, সিটি সেন্টার মেট্রো স্টেশনও সেই তালিকায় নাম লিখিয়েছে আগেই বলে খবর মেট্রো রেল সূত্রে। এবার সেই তালিকায় সংযোজন হতে চলেছে দমদম, নোয়াপাড়া, বেলগাছিয়া, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, বেঙ্গল কেমিক্যাল, শিয়ালদহের নাম। মেট্রো স্টেশনে ব্র্যান্ডিংয়ের অর্থ, নির্দিষ্ট ১৫০০ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ওই সংস্থা তাদের ছাপানো বিজ্ঞাপণ দিতে পারে। তা ভিজ্যুয়ালিও হতে পারে। আবার চাইলে সংস্থার নামে কোনও কিয়স্কও তৈরি করে বিজ্ঞাপণ করতে পারে। আরও পড়ুন: ঘাটাল মাস্টারপ্ল্যানের দাবিতে দিল্লি যাচ্ছেন জুন-দেব-মানসরা, দেখা করবেন কেন্দ্রীয় সেচমন্ত্রীর সঙ্গে