Uttam Kumar: উত্তমকুমারের গুপ্তধন আছে মৌলালির পোড়ো বাড়িতে
Uttam Kumar: তিনি আজ ৪৪ বছর নেই। তবু আজও বাঙালির মননে তিনি। বাঙালির প্রেমিক সত্তার কথা উঠলেই তাঁর ছবি মনে ভেসে ওঠে। হৃদয়ে ঝড় তোলা হাসি, আলতো ঘাড় ঘুরিয়ে তাকানো, বাঙালি আজও নকল করার চেষ্টা করে তাঁকে। তিনি মহানায়ক। তিনি উত্তমকুমার। তাঁর অনেক সিনেমাই আজ দুর্লভ। তেমনই অনেক সিনেমা বাঁচিয়ে রাখার চেষ্টা মৌলালির এক পোড়ো বাড়িতে। পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

প্রীতম দে মাকড়সার জাল। ভেঙে পড়া সিঁড়ি। আদ্দিকালের জানলা ফুঁড়ে বট অশ্বত্থ গাছ। এখানে উত্তম কুমার!! কন কী কর্তা “উত্তমকুমারের সব ছবির নাম জানো?” প্রশ্নটা ছুড়ে দিয়ে যিনি মুচকি মুচকি হাসতে থাকলেন, তাঁর সঙ্গে উত্তমকুমারের ভাই আর দাদার সম্পর্ক। যেহেতু নামটা উত্তমকুমার তাই আমি পৃথিবীর যে কোনও বাঙালির মত ফুল কনফিডেন্স নিয়ে বললাম, “উত্তমকুমারের সিনেমা আবার জানবো না?” এরপর যে নামগুলো ধেয়ে এল, কস্মিনকালেও ভাবিনি। ‘সেই চোখ’, ‘উপহার’, ‘অন্ধ অতীত’। এগুলো মহানায়কের ছবির নাম? যাইহোক সারেন্ডার করলাম তখনই। আর উত্তমকুমারের অজানা এক রত্ন ভান্ডার খুলে গেল। শিল্পী সংসদের ভাঙা বাড়িতে উত্তমকুমারের গুপ্তধন পেলাম। উত্তম কুমারের এখনও এমন সব ছবি আছে যেগুলো জনসমক্ষে আসেনি বা এলেও...
