AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train Cancellation : নতুন বছরের শুরুতেই টানা ১২ দিন হাওড়ায় বাতিল একাধিক লোকাল ট্রেন

Local Train Cancellation : ২০২২ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১২ জানুয়ারি পর্যন্ত চন্দনপুর, বারুইপাড়া ও কামারকুন্ডুতে নন-ইন্টারলকিংয়ের কাজ। সে কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত বলে জানতে পারা যাচ্ছে।

| Updated on: Dec 28, 2022 | 11:20 PM
Share
প্রতীকি ছবি।

প্রতীকি ছবি।

1 / 5
২০২২ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১২ জানুয়ারি পর্যন্ত চন্দনপুর, বারুইপাড়া ও কামারকুন্ডুতে নন-ইন্টারলকিংয়ের কাজ। সে কারণেই এই শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।

২০২২ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১২ জানুয়ারি পর্যন্ত চন্দনপুর, বারুইপাড়া ও কামারকুন্ডুতে নন-ইন্টারলকিংয়ের কাজ। সে কারণেই এই শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।

2 / 5
১৫ দিন বাতিল থাকছে 36827, 36083, 36011, 36071 আপ হাওড়া বর্ধমান লোকাল। একইসঙ্গে মশাগ্রাম, গুরাপ, বারুইপুর থেকেও বাতিল হচ্ছে কিছু ট্রেন।

১৫ দিন বাতিল থাকছে 36827, 36083, 36011, 36071 আপ হাওড়া বর্ধমান লোকাল। একইসঙ্গে মশাগ্রাম, গুরাপ, বারুইপুর থেকেও বাতিল হচ্ছে কিছু ট্রেন।

3 / 5
বাতিল থাকছে ডাউন বর্ধমান-বর্ধমান হাওড়া 36840 লোকাল। বাতিল ডাউন 36084 মশাগ্রাম-হাওড়া লোকাল। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে।

বাতিল থাকছে ডাউন বর্ধমান-বর্ধমান হাওড়া 36840 লোকাল। বাতিল ডাউন 36084 মশাগ্রাম-হাওড়া লোকাল। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে।

4 / 5
বাতিল থাকছে ডাউন ৩৬০১২ বারুইপাড়া লোকাল। নতুন বছরের শুরুতে ট্রেন বাতিলের জেরে যাত্রী দুর্ভোগ যে বাড়তে পারে তার আঁচ করেছেন রেল কার্তা। এ কারণেই প্রেস বিজ্ঞপ্তি ট্রেন বাতিলের জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

বাতিল থাকছে ডাউন ৩৬০১২ বারুইপাড়া লোকাল। নতুন বছরের শুরুতে ট্রেন বাতিলের জেরে যাত্রী দুর্ভোগ যে বাড়তে পারে তার আঁচ করেছেন রেল কার্তা। এ কারণেই প্রেস বিজ্ঞপ্তি ট্রেন বাতিলের জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

5 / 5