SFI Rally: ‘চোর, অপদার্থরা ইউনিয়ন চালাচ্ছে’, পুলিশের বাধা উপেক্ষা করেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢুকল SFI

সুমন মহাপাত্র | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 20, 2023 | 7:51 PM

SFI Rally: পুলিশকে সরিয়েই ক্যাম্পাসে প্রবেশ করে এসএফআই। মূলত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এই অভিযান ছিল এসএফআই-এর।

SFI Rally: চোর, অপদার্থরা ইউনিয়ন চালাচ্ছে, পুলিশের বাধা উপেক্ষা করেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢুকল SFI
কলকাতা বিশ্ববিদ্যালের এসএফআই

Follow Us

কলকাতা : সকাল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) সামনে জড় হচ্ছিলেন বাম ছাত্র সংগঠন এসএফআই-এর কর্মী সমর্থকেরা। আর বেলা বাড়তেই বাড়ে উত্তেজনার পারদ, জোর করে বিশ্ববিদ্যালয়ের চত্বরে প্রবেশ করার চেষ্টা করেন এসএফআই (SFI)-এর সদস্যরা। কিন্তু আগে থেকেই নিরাপত্তা ছিল টানটান। মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। তাই ছাত্ররা এগোতেই তাঁদের আটকাতে এগিয়ে আসে পুলিশ। তবে তাতে কোনও লাভ হয়নি। পুলিশকে সরিয়েই ক্যাম্পাসে প্রবেশ করে এসএফআই। মূলত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এই অভিযান ছিল এসএফআই-এর। ছাত্রদের কেন ক্যাম্পাসে প্রবেশ করতে বাধা দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে এসএফআই।

যে সময় এসএফআই তাদের দলীয় পতাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, তখন সামনেই দাঁড়িয়ে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। এসএফআই-এর এক সমর্থক বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচন চাই। ক্যাম্পাসে গুণ্ডারাজ চলছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবকটি ক্যাম্পাস, সবকটি কলেজে চুরি, চিটিং বাজি চলছে।’

এই ঘটনা প্রসঙ্গে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য বলেন, ইউনিয়নগুলো সব দখল করে রাখা হয়েছে। নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর কেকে-র মৃত্যু প্রমাণ করে দিয়েছে, চোরদের হাতে, অপদার্থদের হাতে ইউনিয়ন থাকলে কী হয়। অবিলম্বে ছাত্র নির্বাচন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, এদিনের মিছিলে যাঁরা ছিলেন, তাঁরা ছাত্র। বাইরের কেউ নয়। তা সত্ত্বেও পুলিশ কেন বাধা দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আগেও সরব হয়েছেন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। মেডিক্যাল কলেজগুলিতেও তার আঁচ পড়েছে। আগামিদিনে এই আন্দোলনের আঁচ আরও বাড়বে বলে জানিয়েছে এসএফআই।

Next Article