Primary Teacher: প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে ফিরল বাম আমলের নিয়ম

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 20, 2023 | 9:02 PM

Primary Teacher: বাম আমলে যেভাবে ডিপিএসসি-র হাতে ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই নিয়মই ফিরিয়ে আনা হচ্ছে আবার।

Primary Teacher: প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে ফিরল বাম আমলের নিয়ম
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা : ৫ বছর আগে চালু করা নিয়ম সরিয়ে নিল শিক্ষা দফতর। ফিরছে বাম আমলের নিয়ম। প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়ম বদলের কথা সোমবারই নির্দেশিকায় জানানো হয়েছে। ২০১৮ সালে যে নিয়মের কথা বলা হয়েছিল, সেই নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগে হস্তক্ষেপ করবে শিক্ষা দফতর। তারাই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত। এবার সেই নিয়ম বদলাচ্ছে। এবার থেকে মূল ক্ষমতা থাকবে ডিপিএসসি-র হাতে। অর্থাৎ নিয়োগ করবে স্কুল পরিদর্শক। রাজ্যে যখন ভূরি ভূরি নিয়োগ দুর্নীতির অভিযোগ, তখন এই নিয়ম পরিবর্তন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০১৮ সালে নিয়ম বদল হয়েছিল। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে নিয়োগ দুর্নীতির মামলায় জেলবন্দি তিনি। এরই মধ্যে বদলে গেল তাঁর আমলের সেই নিয়ম। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের হাতে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তই নিলেন ব্রাত্য বসু। এবার থেকে ডিপিএসসিই স্বাধীনভাবে প্যানেল তৈরি করে প্রধান শিক্ষক নিয়োগ করবে।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, শিক্ষা দফতর থেকে নির্দেশ জারি করে বলা হয়েছে, ২০১৮ সালের নিয়ম সরিয়ে নেওয়া হল। তিনি উল্লেখ করেন, তৃণমূল সরকার ২০১৮ সালে ডিপিএসসি-র ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। তাঁর দাবি, বাম আমলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। আর তাঁর দাবি, বাম আমলের সেই সব নিয়ম বিজ্ঞান সম্মত ছিল। মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল বলেই মনে করেন তিনি।

তিনি আরও বলেন, ‘অনেক স্কুলে বর্তমানে প্রধান শিক্ষক নেই। এই পরিবর্তনের ফলে দুর্নীতিমুক্ত পদ্ধতিতে প্রধান শিক্ষক নিয়োগ হবে।’

Next Article