কলকাতা: বর্তমানে গোটা দেশ ঘুরছে সিপিমের ছাত্র সংগঠন এসএফআইয়ের জাঠা। মূলত কেন্দ্রের নয়া শিক্ষানীতির প্রতিবাদে দেশব্যাপী এই জাঠার আয়োজন করা হয়েছে। কিন্তু, কলকাতায় প্রবেশের পরেই জাঠার প্রতিবাদের তীব্রতা যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। আনিস খান ইস্যু থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে সরব হয়েছে বাংলার বাম ছাত্র-যুবরা। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই এদিন কলেজ স্ট্রিটে হচ্ছে বিশাল সমাবেশ। যেখানে যোগ দেওয়ার কথা রয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর।
এদিন সকাল থেকেই কলকাতার নানা প্রান্ত প্রান্ত থেকে মিছিল এসে মিলতে শুরু করেছে কলেজ স্ট্রিটে। মিছিল আসে শিয়ালদহ থেকে। মিছিল আসে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। এদিকে ২৯ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে বিশাল সমাবেশ করেছিল ঘাসফুল শিবির। যেথানে উপস্থিত ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা দিতেই কলেজ স্ট্রিটে বিশাল সমাবেশের আয়োজন করেছে বামেরা। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ।
KEY HIGHLIGHTS