Shamik Bhattacharya: ‘১৫ দিনের মধ্যে নতুন বিজেপি’, দিলীপের সঙ্গে সাক্ষাতের আগেই বললেন শমীক
Shamik Bhattacharya: আরও একবার শমীক ভট্টাচার্য বুঝিয়ে দিলেন, বিজেপির মধ্যে কোনও ভেদাভেদ থাকবে না। কোনও বেঙ্গল লাইন, দিল্লি লাইন নেই।

কলকাতা: বিজেপিতে নতুন-পুরনো ভেদ বলে কিছু নেই, সভাপতি হওয়ার পরই এই বার্তা স্পষ্ট করে দিয়েছিলেন শমীক ভট্টাচার্য। রাজ্য সভাপতি হিসেবে শমীকের অভিষেকের মাত্র পাঁচদিন পরই বিজেপি দফতরে শমীকের সঙ্গে সাক্ষাতে দিলীপ ঘোষ। মঙ্গলবার সকাল থেকেই শমীক-দিলীপ সাক্ষাৎ নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নির্ধারিত সময়ে পৌঁছেও গিয়েছেন দিলীপ ঘোষ। সেই সাক্ষাতের আগেই আরও একবার ঐক্যের বার্তা দিলেন শমীক।
এদিন বিজেপি দফতরে কর্মীদের উদ্দেশে শমীক ভট্টাচার্য বলেন, “ক্ষণিকের দূরত্ব তৈরি হতেই পারে, তাই বলে কাউকে দূরে সরিয়ে রাখবেন না। বিজেপি ঐক্যবদ্ধ ছিল আছে থাকবে।” নয়া রাজ্য সভাপতি আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে নতুন ঐক্যবদ্ধ বিজেপি দেখতে পাবেন। তাঁর কথায়, বিজেপির সব কর্মীরা একটাই প্রতীকের অনুগামী, কেউ কোনও নেতার অনুগামী নয়।
শমীক এদিন কর্মীদের বলেন, “একজনও কর্মী যেন দলের বাইরে না থাকে। যাঁরা পরাজিত হবে জেনেও দলের পতাকা মাথায় রেখেছিলেন, তাঁরাই বিজেপি। আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী। আমাদের এখানে কোনও বেঙ্গল লাইন, দিল্লি লাইন নেই।”
উল্লেখ্য, সাম্প্রতিককালে বারবার বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব সামনে এসেছে। প্রশ্ন উঠেছে, বিজেপির ভিতরের দ্বন্দ্বই এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে না তো? তবে শুরু থেকেই ঐক্যের বার্তা দিচ্ছেন শমীক।
