কলকাতা: দেশে বিজ্ঞানের সবচেয়ে বড় পুরস্কার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন আইআইসিবি-র বাঙালি চিকিৎসক-গবেষক ইমিউনোলজিস্ট দীপ্যমান গঙ্গোপাধ্যায়। চিকিৎসা ক্ষেত্রে ১৯৮৪-র পর এই প্রথম কোনও বাঙালি এই পুরস্কার পেলেন। কোভিডের উপর কাজ করে এই পুরস্কার পেয়েছেন তিনি। নিঃসন্দেহের চিকিৎসাবিজ্ঞানে এক বাঙালির এই সম্মান আপামর বাঙালিকে গর্বিত করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন দীপ্যমান গঙ্গোপাধ্যায়কে। লিখেছেন, ‘সম্মানপ্রাপক দীপ্যমান গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানাই। বহু বছর পর বাংলায় স্বাস্থ্যক্ষেত্রে একজন গবেষকের হাত ধরে এই ভাটনগর সম্মান এল।’
বিজ্ঞানের মঞ্চে জয়জয়কার বাঙালির। বিজ্ঞান ক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত পাঁচ বাঙালি বিজ্ঞানী। ৩৯ বছর পর কলকাতায় কাজ করে মেডিক্যাল সায়েন্সে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন ইমিউনোলজিস্ট দীপ্যমান গঙ্গোপাধ্যায়। মোট ১২ জন এই সম্মান পাচ্ছেন। এর মধ্যে ৫ জন বাঙালি। দীপ্যমান গঙ্গোপাধ্যায় বলেন, রাজ্য সরকারের উদ্যোগে এ রাজ্যে আরও গবেষণার পরিকাঠামো গড়া প্রয়োজন। কেন ভিন রাজ্যে রাজ্যের মেধা চলে যাচ্ছে সেটাও দেখতে হবে।
Congratulations to Dr Dipyaman Ganguli, Immunologist, IICB, for getting the prestigious Bhatnagar Award for his pathbreaking works relating to covid research.
The Bhatnagar award comes in the health related field to a scientist from Bengal after several years.
Best wishes, Doc!— Mamata Banerjee (@MamataOfficial) September 11, 2023
দীপ্যমান গঙ্গোপাধ্যায় ছাড়াও এই সম্মানপ্রাপকের তালিকায় আছেন আরও চার বাঙালি। পদার্থ বিদ্যার গবেষক বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অনিন্দ্য দাস, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বম্বের দেবব্রত মাইতি। রসায়নের গবেষক তিনি। আছেন নীরজ কয়াল। তিনি বেঙ্গালুরুর ডিপার্টমেন্ট অব ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং মাইক্রোসফট রিসার্চ ল্যাব ইন্ডিয়ার। মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের ডিপার্টমেন্ট অব থিওরেটিক্যাল ফিজিক্সের বাসুদেব দাশগুপ্তও এই সম্মান পাচ্ছেন।