COVID Update: পরীক্ষার হার বাড়তেই ফের দাঁত-নখ বের করছে করোনা, দৈনিক সংক্রমণ ৮৫৩

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 10, 2021 | 10:38 PM

COVID 19 cases rises in West Bengal: দৈনিক করোনা পরীক্ষা আরও বেড়েছে, সঙ্গে বেড়েছে দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯ টা থেকে বুধবার সকাল ৯ টার মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫৩ জন।

COVID Update: পরীক্ষার হার বাড়তেই ফের দাঁত-নখ বের করছে করোনা, দৈনিক সংক্রমণ ৮৫৩
বাংলায় ফের বাড়ল করোনা সংক্রমণ। ফাইল ছবি।

Follow Us

কলকাতা: একদিনের সংক্রমণ গতকাল থেকেই বাড়তে শুরু করেছিল। গতকালের তুলনায় বেড়েছিল করোনা পরীক্ষা। আর তার সঙ্গে লাফিয়ে বেড়েছিল দৈনিক সংক্রমণও। আজ সেই পরীক্ষা আরও বেড়েছে, সঙ্গে বেড়েছে দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯ টা থেকে বুধবার সকাল ৯ টার মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫৩ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। পজিটিভিটি রেট ২.০৩ শতাংশ।

আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। নমুনা পরীক্ষা গতকালের থেকে আরও কিছুটা বেড়েছে আজ। স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিনের হিসেব অনুযায়ী, ৪২ হাজার ১১৩টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে শেষ ২৪ ঘণ্টায়।

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি

একনজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কেমন রয়েছে করোনা পরিস্থিতি…

আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-২।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৬৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।

হুগলি– গতকাল আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৯ জন। মৃত্যু: মঙ্গলবার-৪, বুধবার-৫।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

কলকাতা– গতকাল আক্রান্ত ২০২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৭ জন। মৃত্যু: মঙ্গলবার-৪, বুধবার-৩।

আরও পড়ুন : IVF in SSKM: বন্ধ্যাত্ব দূরীকরণে নতুন দিশা দেখাচ্ছে রাজ্য, সরকারি হাসপাতালেই মিলবে আইভিএফ

Next Article