কলকাতা: রাজ্যে আবারও লম্বা লাফ করোনার। দৈনিক সংক্রমণ একধাক্কায় বেড়ে ১৪ হাজারের গণ্ডি পেরিয়ে গেল বুধবার। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৯ হাজারের কিছু বেশি। একদিনে প্রায় পাঁচ হাজার বেড়েছে দৈনিক সংক্রমণ। আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। আক্রান্তদের মধ্যে ৬ হাজারেরও বেশি কলকাতায়। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আড়াই হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। হাসপাতাল থেকে ছাড়া হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ।
হু হু করে রাজ্যে সংক্রমণ বাড়ছে বটে, তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ বলছেন – সতর্ক থাকতে হবে, তবে ভয় পেলে চলবে না। সাম্প্রতিক পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে, যেমন সুনামির মতো করে সংক্রমণ বেড়েছে, ততটাই দ্রুত হারে সংক্রমণ কমবে। দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যেই সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হয়ে গিয়েছে। আমাদের দেশে তথা রাজ্যেও করোনার এই নতুন ভ্যারিয়েন্ট ততটা ভয়ঙ্কর এখনও হয়নি। হাসপাতালে ভর্তির হার তুলনামূলকভাবে অনেকটাই কম। অক্সিজেনের চাহিদা দ্বিতীয় ঢেউয়ের সময় যেমনভাবে দেখা গিয়েছিল, তেমন ভয়ঙ্কর পরিস্থিতি এখনও তৈরি হয়নি। রাজ্যে বর্তমানে যতগুলি কোভিড বেড রয়েছে, তার মাত্র ৩.৮৩ শতাংশ বেডেই রোগী ভর্তি রয়েছেন। রাজ্যে মোট কোভিড বেড রয়েছে ২৩ হাজার ৯৪৭। বাংলায় এখন মোট হাসপাতালে ভর্তি কোভিড রোগীর সংখ্যা দুই হাজারে সামান্য বেশি।
তবে এই দেখে মুখ থেকে মাস্ক নামিয়ে দিলে চলবে না। দেশে ওমিক্রনই যে ডমিনেন্ট ভ্যারিয়েন্ট হয়ে উঠেছে, এমন কোনও স্পষ্ট তথ্য নেই এখনও আমাদের হাতে। সুতরাং, ওমিক্রনের পাশাপাশি আমাদের আশেপাশে ডেল্টা এবং ডেল্টা প্লাসও ঘুরে বেরাচ্ছে। তাই এই পরিস্থিতির মোকাবিলায় ভয় নয়, বরং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা – এই হাতিয়ারেই কাবু হবে করোনা।
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ১২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।
নদিয়া– গতকাল আক্রান্ত ৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
বীরভূম– গতকাল আক্রান্ত ২১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৫ জন। মৃত্যু: মঙ্গলবার-৪, বুধবার-১।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৬৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫২ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-২।
হুগলি– গতকাল আক্রান্ত ৪০০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৩৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০২০ জন। মৃত্যু:মঙ্গলবার-৩, বুধবার-৫।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৫২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২৫ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-২।
কলকাতা– গতকাল আক্রান্ত ৪৭৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২১৯ জন। মৃত্যু: মঙ্গলবার-৫, বুধবার-০।
আরও পড়ুন : Molnupiravir: পেশি ও হাড়ের ক্ষতির সম্ভাবনা, মলনুপিরাভিরে সায় নেই কোভিড টাস্ক ফোর্সের