Sheikh Shajahan: ৪৪ দিন পরও অধরা, মেঘের আড়ালে থেকেই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের

সুজয় পাল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 17, 2024 | 1:29 PM

Sheikh Shajahan: ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। সে সময়ে শাহজাহানের বাড়ির দরজা তালা ভাঙতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হয় আধিকারিকদের।

Sheikh Shajahan: ৪৪ দিন পরও অধরা, মেঘের আড়ালে থেকেই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের
শেখ শাহজাহান
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ফের আগাম জামিন চেয়ে আদালতে শেখ শাহজাহান। বারাসত আদালতে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন তৃণমূল নেতা শাহাজান শেখ। গত ৫ জানুয়ারি তাঁর বাড়িতে তল্লাশি অভিযানের সময়ে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় আধিকারিকদের দায়ের করা মামলায়  আগাম জামিনের আবেদন জানালেন শেখ শাহজাহান। ২৬ ফেব্রুয়ারি বারাসত আদালতে এই মামলার শুনানি। ঘটনার ৪৪ দিন পার, এখনও অধরা শেখ শাহজাহান। তার মধ্যে আরও একবার আগাম জামিনের আবেদন জানালেন শেখ শাহজাহান।

এর আগে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শেখ শাহজাহান। তিনি আদালতে আর্জি জানিয়েছিলেন, ‘২ দিনের রক্ষাকবচ দিন, আজই হাজিরা দেব’। কিন্তু তাতে স্বস্তি মেলেনি শেখ শাহজাহানের। সেই মামলায় ইডি-র তরফ থেকে সওয়াল করা হয়েছিল, এত ভয় পাচ্ছেন কেন? এ তো, ‘ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি’ মন্তব্য করেন ইডি-র আইনজীবী। মেলেনি আগাম জামিনও।

৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। সে সময়ে শাহজাহানের বাড়ির দরজা তালা ভাঙতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হয় আধিকারিকদের। অভিযোগ ওঠে, হাজার হাজার গ্রামবাসী লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে তেড়ে এসেছিলেন তাঁদের দিকে। কলাবাগান দিয়ে দৌড়ে পালাতে বাধ্য হয়েছিলেন সিআরপিএফের সদস্যরা। দুই ইডি আধিকারিকের মাথাও ফেটে যায়। সেখান ইডি-র ল্যাপটপ লুঠেরও অভিযোগ ওঠে।

 

Next Article