Suvendu attacks Mamata: ‘দিল্লির নেত্রী হওয়ার ইচ্ছা ওনার অনেক দিনের, কিন্তু সে বাসনা কোনওদিন পূরণ হবে না’, তোপ শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jun 15, 2022 | 7:39 PM

Suvendu attacks Mamata: “এবারেও চূড়ান্ত ব্যর্থ হবে। ২০১৯ একই চেষ্টা করেছিলেন। কেউ মুখ ফিরে তাকাননি”, ফের তোপ শুভেন্দুর।

Suvendu attacks Mamata: দিল্লির নেত্রী হওয়ার ইচ্ছা ওনার অনেক দিনের, কিন্তু সে বাসনা কোনওদিন পূরণ হবে না’, তোপ শুভেন্দুর
ছবি - মমতার বৈঠক নিয়ে তোপ

Follow Us

কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিগত কয়েক দিন ধরে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Trinamool supremo Mamata Banerjee)। এমনকী আসন্ন লোকসভা ভোটে বিরোধী জোটের সলতে পাকানোরও প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বেশ কয়েক মাস আগে। তবে বিরোধী শিবির থেকে রাষ্ট্রপতি মুখ কে হবে তা নিয়ে  বজায় রয়েছে ধোঁয়াশা। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতার ডাকে রাষ্ট্রপতি ভোট নিয়ে বিশেষ বৈঠকে বসেন বিরোধী শিবিরের নেতা-নেত্রীরা। এবার তা নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Leader of Opposition Shuvendu Adhikari)। মমতার বৈঠক সম্পর্কে তীব্র ভাষায় কটাক্ষবান শানিয়ে শুভেন্দু বলেন, “চূড়ান্ত ব্যর্থ হবে। ২০১৯ একই চেষ্টা করেছিলেন। কেউ মুখ ফিরে তাকাননি। দিল্লির নেত্রী হওয়ার ইচ্ছা ওনার অনেক দিনের। কিন্তু সেই বাসনা কোনওদিন পূরণ হবে না। দুই তৃতীয়াংশ ভোট আমরাই পাব। আমরা জিতব। ইতিমধ্যেই তিনজন মুখ্যমন্ত্রী ওনাকে টাটা করে দিয়েছেন। কংগ্রেসও কিছু অফিস কর্মীকে পাঠাচ্ছে। সবার মনোভাব স্পষ্ট”।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটেছে অর্জুন সিংয়ের। তাই অর্জুন সিংয়ের ভোট পদ্ম শিবিরে যে যাবে না তা বলাই বাহুল্য। তবে সে সবে বিশেষ পাত্তা না দিয়ে শুভেন্দুর জবাব, “দেখুন না কি হয়। নিজেদের ভোট ছাড়াও বাড়তি ভোট আমরা পাব, গতবার যেমন পেয়েছিলাম। কত পাব, সেটা দেখবেন। মুকুল রায় নিজে বলছেন তৃণমূলে আছেন। স্পিকার বলছেন, বিজেপিতে আছেন। ওরা মুকুল রায়কে না গিলতে পারছে, না উগরাতেও পারছে”। 

এদিকে একশোদিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র, এ অভিযোগ তুলে বিগত কয়েকদিন ধরে গোটা রাজ্যেই লাগাতার আন্দোলনের রাস্তায় নেমেছে তৃণমূল-কংগ্রেস। যা নিয়েও এদিন তির্যক মন্তব্য করতে দেখা যায় শুভেন্দুকে। এ প্রসঙ্গে শুভেন্দুর চাঁচাছোলা জবাব, “প্রধানমন্ত্রীর নামে যে প্রকল্প বা কেন্দ্রের যে প্রকল্প রয়েছে, তা সেই নামেই চালু করতে হবে। যতদিন না সেটা চূড়ান্ত হচ্ছে, ততদিন কেন্দ্র টাকা দেবে না। আমরা এই সিদ্ধান্তের পক্ষে। ১০০ দিনের টাকার হিসেব না দিলে কেন্দ্র কি করে টাকা দেবে?” 

Next Article