Polio Virus in kolkata: পোলিও-র হদিশ মিলতে পারে হাওড়া-হুগলি-২৪ পরগনাতেও, চিহ্নিত করল WHO

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 15, 2022 | 5:21 PM

Polio Virus in kolkata: কলকাতার বিভিন্ন জায়গার পাশাপাশি রাজ্যের একাধিক জেলাকে চিহ্নিত করা হয়েছে, যেখানে পোলিও-র হদিশ মেলার সম্ভাবনা রয়েছে।

Polio Virus in kolkata: পোলিও-র হদিশ মিলতে পারে হাওড়া-হুগলি-২৪ পরগনাতেও, চিহ্নিত করল WHO
রাজ্যে পোলিও-আতঙ্ক

Follow Us

কলকাতা: ভারতকে পোলিও-মুক্ত দেশ হিসেবে চিহ্নিত করার প্রায় আট বছর পর নতুন করে তৈরি হয়ছে আতঙ্ক। খাস কলকাতায় পাওয়া গিয়েছে পোলিও-র জীবাণু। স্বাভাবিকভাবেই এই খবরে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। আর যেহেতু নর্দমার জলে পাওয়া গিয়েছে সেই নমুনা, তাই দায় চেপেছে পুরসভার ওপরেও। টিকাকরণের পাশাপাশি এবার বাড়তি সতর্কতা নেওয়ার কথা ভাবছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। কলকাতা পুরনিগমের ১৫ নম্বর বরোর একটি নর্দমায় ওই নমুনার হদিশ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সূত্রের খবর, শুধুমাত্রা ১৫ নম্বর বরো নয়, পুরনিগমের অন্তর্গত মোট ছ’টি জায়গায় নজর দিচ্ছেন হু-র প্রতিনিধিরা।

শহরের যে সব জায়গায় নজর দেওয়া হচ্ছে, সেগুলি হল- শ্যামলাল লেন (বরো ১৫), ওয়ার্ল্ড ভিশন স্কুল (বরো ৭), ধাপা লকগেট, মহেশতলা ও নারকেলডাঙা। মূলত নর্দমার পরিকাঠামো, শৌচাগার ব্যবহারে অসচেতনতা- এই সব মাপকাঠির ওপর ভিত্তি করেই ওই জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছে। কোথায় কোথায় ওই ভাইরাস বাসা বাঁধতে পারে, সেটাই খুঁজে বের করার চেষ্টা করছেন হু-এর বিশেষজ্ঞরা।

কলকাতার বাইরে পোলিও-র হানা রুখতে রাজ্যের আরও কয়েকটি জেলায় নজর দিয়েছে স্বাস্থ্য ভবন। সেই তালিকায় রয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, বসিরহাট (স্বাস্থ্যজেলা), ডায়মন্ড হারবার (স্বাস্থ্যজেলা), রামপুরহাট (স্বাস্থ্য জেলা)। আগামী ১৯ জুন ওই জেলাগুলিতে বিশেষ টিকাকরণ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ ওই জায়গাগুলিতে তৎপরতার সঙ্গে বিশেষভাবে টিকা দেওয়া হবে ওই দিন, যা রাজ্যের অন্য কোথাও হবে না।

এ দিকে, কলকাতা শহরে পোলিওর জীবাণু মিলতেই উচ্চ পর্যায়ে বৈঠক বসল কলকাতা পুরনিগম। বুধবার বিকেলেই বসেছে সেই বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্তারা।

উল্লেখ্য, কলকাতা পুরনিগমের ১৫ নম্বর বরো অর্থাৎ মেটিয়াবুরুজ এলাকার একটি নর্দমার জলে মিলেছে এই জীবাণু। চলতি বছরের মে মাসের শেষের দিকে ওই জীবাণুর সন্ধান মিলেছে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পোলিয়োর জীবাণু ভিভিপিভি, টাইপ-ওয়ানের সন্ধান মিলেছে ওই জলে।

Next Article