Shuvendu Adhikari: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহকে চিঠি, ডোমকল বিস্ফোরণে NIA তদন্তের দাবি শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 05, 2022 | 7:34 PM

Suvendu Adhikari: সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বঘারপুর রমনা এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনাতেই এবার এনআইএ তদন্তের দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী।

Shuvendu Adhikari: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহকে চিঠি, ডোমকল বিস্ফোরণে NIA তদন্তের দাবি শুভেন্দুর
বড় দাবি শুভেন্দুর

Follow Us

কলকাতা: বোমা বাঁধতে গিয়ে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে তৃণমূল (Trinamool Congress) কর্মীর মৃত্যু নিয়ে উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি। শাসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি নেতারা। এবার এ ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে(Amit Shah) চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বঘারপুর রমনা এলাকায়। বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় সিরাজুল নামে এক ব্যক্তির। এলাকায় তিনি তৃণমূল নেতা হিসাবেই পরিচিত। ঘটনায় সিরাজুলের মৃত্যু হলেও আরও তিন জন মারাত্মকভাবে জখম হয়েছেন বলে জানা যায়। 

অমিত শাহকে পাঠানো চিঠিতে শুভেন্দু লিখেছেন, “আমি পশ্চিমবঙ্গের উদ্বেগজনক পরিস্থিতির উপর আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। দুর্ভাগ্যবশত গোটা রাজ্যই বর্তমানে বিস্ফোরকের স্তূপে পরিণত হয়েছে। ৫ জুলাই ফপের রাজ্যে আরও একটি ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে রাজ্যে। যদিও এ ধরনের খবরে রাজ্য়ের মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছে। মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার মধ্যে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সিরাজুল  নামে ওই ব্যক্তি এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন। একইসঙ্গে এ ঘটনায় আরও ৩ তিন জখম হয়েছেন। আমার আপনার কাছে বিনীত অনুরোধ এ ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে দেওয়া হোক।” 

শুভেন্দুর এ চিঠি প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোরদার চর্চা। একইসঙ্গে এ চিঠিতেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অশান্তির আশঙ্কাও করতে দেখা গিয়েছে শুভেন্দুকে। তাঁর দাবি ভোটে বিরোধীদের ভয় দেখাতেই এ ধরনের বিস্ফোরক তৈরি করা হচ্ছে। যা ভোটের ময়দানে ব্যবহার করবেন তৃণমূল কর্মীরা। নিশানা করা হতে পারে বিজেপি কর্মীদের। একইসঙ্গে শুভেন্দুর আশঙ্কা অতিবামেরাও রাজ্যে নতুন করে সক্রিয় হতে শুরু করেছে। বীরভূমের একাধিক প্রান্তে মাথাচাড়া দিচ্ছে জামাত-উল-মুজাহিদিনের জঙ্গিরা। রাজ্যের একাধিক প্রান্তে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তাঁদেরও যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। দিচ্ছে যদিও শুভেন্দুর এ চিঠি নিয়ে এখনও ঘাসফুল শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Next Article