কলকাতা: রবিবার রাতে শরীরের যে পরিস্থিতি নিয়ে ভর্তি হয়েছিলেন, বর্তমানে তাঁর থেকে অনেকটাই ভাল রয়েছেন কবির সুমন। হাসপাতাল সূত্রে খবর, খ্যাতনামা গায়ক তথা তৃণমূলের প্রাক্তন সাংসদের করোনা আরটিপিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে চিকিৎসকদের। আপাতত ন্যাজাল ক্যানাল লাগানো রয়েছে তাঁর। খুবই আস্তে আস্তে কথা বলছেন তিনি। বর্তমানে তাঁর দেহে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৬ শতাংশ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ৯টা নাগাদ আচমকাই একবার কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল কবির সুমনের। তাঁর আপার রেসপিরেটরি ট্র্যাকে সংক্রমণ রয়েছে। এ দিন তাঁর বুকের সিটি স্ক্যান করা হলে তার রিপোর্টে দেখা যায়, প্রবীণ গায়কের সিওপিডির সমস্যা রয়েছে। সেই চিকিৎসাই এখন চালানো হচ্ছে হাসপাতালের তরফে। তবে শ্বাসকষ্টের সমস্যা এখনও রয়েছে। সন্ধ্যার পর বাড়ানো হয়েছে অক্সিজেনের মাত্রা। বর্তমানে তাঁকে প্রতি মিনিটে ৬ লিটার করে অক্সিজেন দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, এ দিন রাতে তাঁকে সুজি গলিয়ে খাওয়ানো হয়। কবির সুমন নিজে সন্দেশ খাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন।
আরও পড়ুন: অসুস্থ ‘গানওয়ালা’, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন
উল্লেখ্য, সোমবার বিকেলেই অসুস্থ কবির সুমনকে দেখতে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় তিরিশ মিনিটের উপরে সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার রাতেই জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমের উডবার্নে ভর্তি হন সঙ্গীতশিল্পী কবীর সুমন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সক্রিয় রাজনীতিতে প্রবেশ কবির সুমনের। তৃণমূলের প্রতীকেই ভোটে জিতে ২০০৯ সালে সাংসদ হন যাদবপুরের। ইদানিং রাজনীতির ময়দানে তাঁকে দেখা যায় না ঠিকই। তবে মমতার প্রতি সমর্থন এখনও তাঁর অটুট।