JU: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘পেন ডাউন’ কর্মসূচি, পরীক্ষা দিতে রাজি নন একাংশ পড়ুয়া

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 04, 2025 | 6:21 PM

Jadavpur University: জানা যাচ্ছে, পরীক্ষা দেননি অসংখ্য পড়ুয়া। ২৪টি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবং ৬টি সল্টলেক ক্যাম্পাসের বিভাগ। পরীক্ষা যাতে পিছিয়ে পুনরায় নয়া সূচি করা হয় তার জন্য ফেটসুর ইমেইল করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে।

JU: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পেন ডাউন কর্মসূচি, পরীক্ষা দিতে রাজি নন একাংশ পড়ুয়া
যাদবপুর বিশ্ববিদ্যালয়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইস্যুকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে তপ্ত রাজ্য-রাজনীতি। এর মধ্যেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েটের পরীক্ষায় পেন ডাউন কর্মসূচি পালন পড়ুয়াদের একাংশের। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। সেই কারণে পরীক্ষা দিতে নারাজ পড়ুয়ারা।

জানা যাচ্ছে,মঙ্গলবাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েটের প্রথম সেমিস্টারের প্রথম দিনের পরীক্ষা ছিল। সেখানেই ‘পেন ডাউন’ কর্মসূচি পালন করলেন বিশ্ববিদ্যালয়ের ৩০টি বিভাগের ছাত্র-ছাত্রীরা।

জানা যাচ্ছে, পরীক্ষা দেননি অসংখ্য পড়ুয়া। ২৪টি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবং ৬টি সল্টলেক ক্যাম্পাসের বিভাগ। পরীক্ষা যাতে পিছিয়ে পুনরায় নয়া সূচি করা হয় তার জন্য ফেটসুর ইমেইল করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে। সৌম্যদীপ হালদার নামে এক ছাত্র বলেন, “গত দু’দিন ক্যাম্পাসের বাইরে ক্রমাগত ঝামেলা হচ্ছে। আমরা ক্যাম্পাসে ঢোকার পরও দেখছি অনেকে আমাদের টার্গেট করে রেখেছে। আমাদের মনে হয়েছে আমরা ক্যাম্পাসে সুরক্ষিত নই। পড়াশোনা কীভাবে করব? সেই কারণে আমরা চেয়েছি পরীক্ষা পিছনো হোক। কিছু বিভাগ সাপোর্ট করেছে। এই মানসিক অবস্থায় আমাদের পরীক্ষা দেওয়া সম্ভব নয়।”

 

 

Next Article