BSF: কখনও মহিলা জওয়ানের উপর হামলা, কখনও অনুপ্রবেশের চেষ্টা, বর্ডারে চলল গুলি

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 30, 2024 | 7:40 PM

BSF: বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জনা দশেক বাংলাদেশ অনুপ্রবেশকারীরা সীমান্তের তারের নিচ থেকে ঢুকে ভারতের দিকে অনুপ্রবেশ করার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে ওই মহিলা জওয়ান ছুটে যান। অনুপ্রবেশকারীদের সতর্ক করেন।

BSF: কখনও মহিলা জওয়ানের উপর হামলা, কখনও অনুপ্রবেশের চেষ্টা, বর্ডারে চলল গুলি
সীমান্তরক্ষী বাহিনী
Image Credit source: Twitter

Follow Us

রায়গঞ্জ: সীমান্তে তখন কর্তব্যে রয়েছেন বিএসএফ জওয়ানরা। সেই সময় তাঁদের চোখকে ফাঁকি দিয়ে কাঁটাতারের বেড়া টপকে অনুপ্রবেশ করতে গিয়েছিল বাংলাদেশি। মহিলা এক বিএসএফ জওয়ান বাধা দিতেই চলল গুলি। ঘটনাটি উত্তর দিনাজপুরের ঘুঁষি বর্ডার আউট পোস্ট এলাকার।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জনা দশেক বাংলাদেশ অনুপ্রবেশকারীরা সীমান্তের তারের নিচ থেকে ঢুকে ভারতের দিকে অনুপ্রবেশ করার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে ওই মহিলা জওয়ান ছুটে যান। অনুপ্রবেশকারীদের সতর্ক করেন। অভিযোগ, তখন তাঁর উপরে ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন অনুপ্রবেশকারীরা।

বিএসএফ-এর দাবি, আত্মরক্ষার তাগিদে ওই বিএসএফ মহিলা জওয়ান পরপর আকাশের দিকে গুলি চালায়। জখম হওয়ার ভয়ে অনুপ্রবেশকারীরা ওই ধারাল অস্ত্র ভারতের দিকে ফেলেই বাংলাদেশের দিকে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে অন্যান্য বিএসএফ জওয়ানরা ছুটে আসেন। তবে শুধু রায়গঞ্জ নয়, রায়গঞ্জের পর মুর্শিদাবাদও একই ঘটনা ঘটেছে। চলেছে গুলি। অনুপ্রবেশ এবং গরু পাচারের চেষ্টা বানচাল করতে ও আত্মরক্ষার স্বার্থে বিএসএফ জওয়ানকে গুলি চালাতে হয়। ঘটনাটি ঘটেছে বহরমপুর সেক্টরের বহরমপুর সেক্টরের মধুবনা বর্ডার আউট পোস্টে।

১৪৬ ব্যাটালিয়নের বর্ডার ফাঁড়ি মধুবনার জওয়ানরা ডিউটির সময় ৮-১০ জন চোরাকারবারীকে ধারাল অস্ত্র নিয়ে সীমান্ত লাইনের দিকে আসতে দেখেন। জওয়ান তৎক্ষণাৎ চোরাকারবারিদের ধরতে ছুটে যান। থামাতে চেষ্টা করেন। তখনই চোরাকারবারীরা ধারাল অস্ত্র নিয়ে হামলা করে জওয়ানের উপর। আত্মরক্ষার্থে জওয়ান ইনসাস রাইফেল থেকে কয়েক রাউন্ড গুলি চালালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ওই জওয়ান কোনওভাবে আত্মরক্ষা করেন। তাঁর ইনসাস রাইফেল দিয়ে চোরাকারবারিদের দিকে গুলি চালায়।

Next Article