Sujit Bose Son in ED Office: পুর-মামলায় মন্ত্রী-পুত্রকে তলব ইডির! ১২ ঘণ্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ
Sujit Bose Son: সুজিত বসু ও তাঁর আপ্ত-সহায়ক তথা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি অভিযানের সময় সমুদ্রর ধাবাতেও যান কেন্দ্রীয় তদন্তকারীরা। ঘণ্টার পর ঘণ্টা সেখানে তল্লাশি চালায় তাঁরা। দিনভর তদন্ত চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল ডিভাইস ও সর্বোপরি ৪৫ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছিল ইডি। এরপরেই তলব করা হয় সমুদ্রকে।

কলকাতা: ১২ ঘণ্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ। রাত সাড়ে দশটা নাগাদ অবশেষে ইডি দফতর থেকে বেরলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সোমবার সকালে তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতোই সমস্ত নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন তিনি।
ইডি সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সুজিত-পুত্র সমুদ্র। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। যা চলে দীর্ঘক্ষণ। অবশেষে রাতের দিকে সিজিও থেকে বেরতে দেখা যায় তাঁকে। কিন্তু এই ১২ ঘণ্টা ধরে সমুদ্রকে কী জিজ্ঞাসা করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা? জানা গিয়েছে, সম্প্রতি পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও নগদ টাকা উদ্ধার করেছিল ইডি। সেই সূত্র ধরেই তলব করা হয় তাঁকে। সোমবার ইডি দফতর থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন সমুদ্র। কিন্তু মন্তব্য় করতে চান না তিনি। সুজিত-পুত্র বলেন, ‘একটা তদন্ত চলছে, সেই নিয়েই ওনারা যা জিজ্ঞাসা করেছেন, আমরা সেটারই উত্তর দিয়েছি।’
সমুদ্র পেশায় ব্যবসায়ী। বাইপাস সংলগ্ন এলাকায় একটি ধাবা রয়েছে তাঁর। বেশ কয়েক দিন আগে শহরের একাধিক জায়গায়, বিশেষ করে সুজিত বসু ও তাঁর আপ্ত-সহায়ক তথা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি অভিযানের সময় সমুদ্রর ধাবাতেও যান কেন্দ্রীয় তদন্তকারীরা। ঘণ্টার পর ঘণ্টা সেখানে তল্লাশি চালায় তাঁরা। দিনভর তদন্ত চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল ডিভাইস ও সর্বোপরি ৪৫ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছিল ইডি। এরপরেই তলব করা হয় সমুদ্রকে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অয়ন শীলকে গ্রেফতার করার পর তাঁর বাড়িতে চলা একটি তল্লাশি অভিযানের সময় উদ্ধার হয়েছিল পুরনিয়োগ দুর্নীতির নথি। পরবর্তীতে এই দুর্নীতির সঙ্গে বিপুল আর্থিক লেনদেন জড়িয়ে গেলে তদন্তভার নিয়ে নেয় ইডি। এরপর ২০২৪ সালের জানুয়ারি মাসে ফের তল্লাশি। তদন্তকারীদের র্যাডারে এই প্রথমবার চলে আসেন রাজ্য়ের দমকলমন্ত্রী সুজিত বসু। সেই সময় তাঁর লেকটাউনের দু’টি বাড়িতে দীর্ঘ তল্লাশির পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছিল ইডি।
