Tab Scam: ট্যাব কেলেঙ্কারির পর SOP গেল শিক্ষা দফতরের কাছে, আর একজনেরও টাকা যাতে খোয়া না যায়!

সুমন মহাপাত্র | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 15, 2024 | 10:49 AM

Tab Scam: সেই পোর্টালের ক্ষেত্রে কী কী প্রতিবিধান প্রয়োজন, পোর্টাল সুরক্ষিত রাখতে কী কী পদক্ষেপ করা উচিত, সে ব্যাপারে শিক্ষা দফতরকে চিঠি দিল এনআইসি (NIC)।

Tab Scam: ট্যাব কেলেঙ্কারির পর SOP গেল শিক্ষা দফতরের কাছে, আর একজনেরও টাকা যাতে খোয়া না যায়!
ফাইল ছবি
Image Credit source: Getty Image

Follow Us

কলকাতা: পড়ুয়াদের ট্যাবের টাকা ঢুকে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে! এমনকী কারও কারও টাকা ভিনরাজ্যে চলে যাচ্ছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে পোর্টালের সুরক্ষা নিয়ে। শিক্ষা দফতরের পোর্টালে কি সহজেই হানা দিচ্ছে হ্যাকাররা? এবার সেই বিষয়ে শুরু হল তৎপরতা। শিক্ষা দফতরকে এসওপি (SOP) পাঠাল ন‍্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার।

সরকারি পোর্টালগুলি চালানো ও রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব থাকে এই ন‍্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা এনআইসি (NIC)-র হাতে। সেই পোর্টালের ক্ষেত্রে কী কী প্রতিবিধান প্রয়োজন, পোর্টাল সুরক্ষিত রাখতে কী কী পদক্ষেপ করা উচিত, সে ব্যাপারে শিক্ষা দফতরকে চিঠি দিল এনআইসি (NIC)। আর যেন একজনেরও ট্যাবের টাকায় গরমিল না হয়, তা নিশ্চিত করতে মরিয়া শিক্ষা দফতর।

এদিকে, পুলিশের রিপোর্ট অনুযায়ী ট্যাবের টাকা অ্যাকাউন্টে পাঠাচ্ছে শিক্ষা দফতর। এখনও পর্যন্ত ৫০০ জনের পড়ুয়ার জালিয়াতির অভিযোগ পেয়েছে বিকাশ ভবন। তার মধ্যে ৪০০ জনকে নতুন করে টাকা পাঠাতে পেরেছে শিক্ষা দফতর। যে টাকা উদ্ধার করা হয়েছে, সেই টাকাই আবার পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে, ট্যাব কেলেঙ্কারির ‍মধ্যেই কন্যাশ্রী নিয়ে তৎপর হয়েছে শিক্ষা দফতর। কন্যাশ্রী প্রকল্পের সুরক্ষা নিয়ে রিপোর্ট নিলেন মুখ্য সচিব। শিক্ষা দফতরের সচিবের সঙ্গে বৈঠকও করেছেন মুখ্য সচিব। টাকা বণ্টন পদ্ধতির কোথায় সমস্যা? দ্রুত শনাক্ত করে সমাধানের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব।

Next Article