Sourav Ganguly: ইডেন ম্যাচে টিকিটের জন্য হাপিত্যেশ? কালাবাজারি অভিযোগ? মুখ খুললেন সৌরভ

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: Soumya Saha

Nov 02, 2023 | 8:19 PM

Eden Gardens Match: খুলে আম সোশ্যাল মিডিয়ায় টিকিটের কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ আসছে। প্রশ্ন উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা নিয়েও। এই নিয়ে ময়দান থানায় অভিযোগও দায়ের হয়েছে। সামগ্রিক বিষয় নিয়ে এবার মুখ খুললেন সৌরভ।

Sourav Ganguly: ইডেন ম্যাচে টিকিটের জন্য হাপিত্যেশ? কালাবাজারি অভিযোগ? মুখ খুললেন সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ইডেন ম্যাচের আগে টিকিটের কালোবাজারি নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসছে। রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ম্যাচ রয়েছে। বিশ্বকাপের (ICC World Cup) মরশুমে টিকিটের কালাবাজারি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। রবিবারের ম্যাচের টিকিট কালোবাজারি করার অভিযোগে আজও পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে কলকাতা ও শহরতলি থেকে। খুলে আম সোশ্যাল মিডিয়ায় টিকিটের কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ আসছে। প্রশ্ন উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা নিয়েও। এই নিয়ে ময়দান থানায় অভিযোগও দায়ের হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে সিএবি ও অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থাকে নোটিসও পাঠিয়েছিল পুলিশ। চারিদিকে ইডেন ম্যাচের টিকিটের জন্য হাহাকার পড়ে গিয়েছে। এসবের মধ্যেই এবার সামগ্রিক বিষয় নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কী বললেন প্রাক্তন অধিনায়ক?

সৌরভের সোজাসাপ্টা জবাব, “সবাই কী করে টিকিট পাবে? আসন তো ৬৭ হাজার। মাঠ তো খেলার দিন ভর্তি থাকবে। তার বেশি টিকিট কীভাবে দেবে!” টিকিটের জন্য এমন চাহিদা এর আগেও হয়েছিল বলে দাবি সৌরভের। টিকিটের কালোবাজারি নিয়ে পুলিশের কাছে যে অভিযোগ হয়েছে, সেই নিয়েও প্রশ্ন করা হয়েছিল প্রাক্তন অধিনায়ককে। যদিও তাঁৎ বক্তব্য, টিকিট একবার বিসিসিআই অফিস থেকে কিংবা ইডেন গার্ডেন্স থেকে বেরিয়ে গেলে, তাতে কারও কন্ট্রোলে থাকে না। প্রাক্তন ভারত অধিনায়ক প্রশ্ন তুললেন, “বাইরে মানুষ টিকিট কিনে কী করছে, কে ধরবে?” টিকিটের কালোবাজারি হলে, সেটা একমাত্র পুলিশই যে বন্ধ করতে পারে, সেটাও এদিন বুঝিয়ে দেন সৌরভ।

টিকিটের কালোবাজারি যে অতীতেও বহুবার দেখা গিয়েছে, সেকথাও মেনে নেন তিনি। বিশ্বকাপ ফুটবলের উদাহরণও টানেন তিনি। বললেন, “আমি বিশ্বকাপ ফুটবল ফাইনালের টিকিট ১৭ লাখ টাকায় বিক্রি হতে দেখেছি। ৩-৪ হাজার ডলারের টিকিট ১৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। এটাই চাহিদা।”

সিএবি-র তরফে যে টিকিটের কালোবাজারি করার কোনও উপায় নেই, সেই কথাও বুঝিয়ে দেন তিনি। বললেন, “সিএবিকীভাবে কালোবাজারি করবে! সিএবির টিকিট তো ক্লাবগুলি পায়। এবার তো সিএবির বক্স অফিসই নেই। সিএবি কীভাবে টিকিট বিক্রি করবে?”

Next Article